পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

as ভারত-স্নহস্ত । । কোবাসস্ট ভগবান তথা গৌরশির মুনিঃ। "ষ্ঠে হুি রাজশাস্ত্রাণাং প্রণেতার পরস্তপাঃ ॥ এবমস্তেহপি মুনয়ে বহুব; পরিকীৰ্ত্তিতাঃ ॥” আদিদেব ব্ৰহ্মা, মহেশ্বর, দেলসেনাপতি কাৰ্ত্তিকেয়, দেবরাজ ইন্দ্র, প্রচেস্তা, মহু, বৃহস্পতি, শুক্র, ভরদ্বাজ ঋষি, বেদব্যাস, গৌরশিরা,–এবং অন্তান্ত মুনিগণও রাজশাস্ত্রের উপদেষ্ট বলিয়া খ্যাত আছেন। ধনুৰ্ব্বেদও সেই সকল রাজশাস্ত্রের অস্তর্গত। তাহাতে ধনুক কি ? এবং তৎসম্বন্ধে কি কি বিধি আছে, তাহা ঘথাক্রমে প্রদর্শিত হইতেছে । - ধনুর লক্ষণ । f যদ্বারা বাণ কি প্রস্তর খণ্ডাদি নিক্ষিপ্ত হয় তাহার নাম ধনু । ইহার অন্ত নাম চাপ, ধন্থ, শরাসন, কোদণ্ড, কামুক, ইথাস, গুণী, শরাবাপ, ত্ৰিণত, তৃণত ও অস্ত্র । এ গুলি সাধারণতঃ শর:নক্ষেপক যন্ত্রের নাম । এতদ্ভিন্ন বিশেষ বিশেষ নামও আছে। সে সকল নাম ও তাহদের লক্ষণ বর্ণিত হইতেছে ।

  • প্রথমং যৌগিকং চাপং যুদ্ধচাপং দ্বিতীয়কম্। নিজবাহুবলোন্মানাৎ কিঞ্চিদূনং শুভং ধনুঃ ॥ বরং প্রণোধিকো ধন্ধে ন তু প্রাণাধিকং ধমু: | ধনুষ পীড্যমনস্তু ধম্বে লক্ষ্যং ন পশুতি ॥”

( बू, *ü, ५ ।। প্রথমে শিক্ষা ধন্থ ; পশ্চাৎ যুদ্ধ ধন্থ গ্রহণ করিবেক । যে ধন্থক নিজের বাছবলের পরিমাণ অপেক্ষ কিঞ্চিৎ নুনিবল সেই ধন্থই উত্তম। অর্থাৎ যাহা সহজে ব্যবহার করা যায় তাহাই ভাল। ধনুক ব্ল বল অপেক্ষা ধনু স্কারীর বল অল্প হইলে ধন্থদ্বারা তদ্ধার কাতর বা ক্লিষ্ট হইয় পড়েন ; মৃতরাং তাহার লক্ষ্য ভঙ্গ হইয়া याग्न ! 离 “অতো নিজবলোম্মানং চাপং দ্যাৎ শুভকরকম " , সেই জন্তই আপন বলের মহন্ধপ ধন্থই শুভায়ক হয়। বস্তুত ধয়ক আকর্ষণ করিতে যদি কষ্ট উপস্থিত হয়, তবে ভদ্বারা যুদ্ধ করা দুঃসাধ্য হুই৷ পড়ে। আবার ধনুকের বল নিতান্ত জর হইলেও বালয় বেগ জয় হইবে এবং বাণের বেগ অন্ন হইলে তন্থর ছেভেদও যথাযোগ্য হইবে না। ।