পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ रे ভারত-রহস্ত । বাণই উত্তম। কাকতুগুকার ফলার দ্বারা তিন অঙ্গুল পরিমিত লৌহ বিদ্ধ করা যায়। গোপুচ্ছাকার শরের দ্বারা অগণ্য অনেক কাৰ্য্য সাধিত হয় এবং লৌহকণ্টকমুখ শরের দ্বারা অস্কুলত্রয় পরিমিত ছিদ্র উৎপাদন করা যায় । ফলপায়ন অর্থাৎ ফলায় পান দিবার বিধি । ছেদ ভেদাদি বহুবিধ কাৰ্য্যের উপযুক্ত বহুবিধ আকারের ফলা প্রস্তুত করিয়া তাহাতে অস্ত্রবিদ্যার মতানুসারী পান দিতে হয়। পানের গুণের অস্ত্রেই ধার উত্তম হয়, আবার পনের দোষেই তাহার ধার মন্দ হয়, ইহা বোধ হয় সকলেই জ্ঞাত আছেন। পরস্তু কিরূপ পান দিলে অস্ত্রের ধার ভাল হয়, দৃঢ়ভেদী হয়, তাহা হয়তে এক্ষণকার শস্ত্রকারগণের অবিদিত আছে । ফল, অবিদিত থাক। উচিত নহে। যাহাই হউক, বৃদ্ধ শঙ্গি ধর প্রোক্ত পায়ন বিধিট বঙ্গভাষায় আনীত করা উচিত বোধ হইতেছে। তরবারি ও অন্তান্ত অস্ত্রের পায়ন বিধান গুলি আমরা "অসি” নামক প্রবন্ধে লিখিব, এক্ষণে তীরের ফলার পায়নবিধিটী এতৎপ্রবন্ধে ব্যক্ত করিব । তৎসম্বন্ধে এইরূপ বিধান আছে ;– “ফলস্ত পয়নং বক্ষ্যে বনৌষধিবিলেপনৈঃ । যেন দুর্ভেদ্যবৰ্ম্মাণি ভেদয়েৎ তরুপর্ণবৎ ॥” (3,* উৎকৃষ্ট ঔষধি ( উদ্ভিজ্জ ) লিপ্ত করিয়া যে ফলপায়ন বিধান আছে,-যে বিধানে পান দিলে দুর্ভেদ্য লৌহবৰ্ম্মকেও বৃক্ষপত্রের স্তায় ভেদ করা যায়,-সেই বিধানটাই বলিতেছি । “পিপ্পলী সৈন্ধবং কুষ্ঠং গোমূত্রেণ তু পেষয়েৎ। অতিশীতমনাবিদ্ধং পীতং নষ্ট্রং তথৌষধম্ ॥ অনেন লেপম্লেচ্ছস্ত্ৰং লিপ্তং চাগ্নেী প্রতাপয়েৎ । ততো নিৰ্ব্বাপিতং তৈলে লৌহং তত্র বিশিষ্যতে ॥ পঞ্চভিলবণৈঃ পিষ্টং মধুসিক্ত: সৰ্ষপৈঃ। এভিঃ প্রলেপয়েচ্ছস্ত্ৰং লিপ্তং চাগ্নেী প্রতাপয়েৎ ॥ শিখিগ্রেীবানুবর্ণভিং তপ্তপোতং তথেhষধৰ্ম । ততস্ত বিমলং তোয়ং প্রায়য়েচ্ছস্ত্রমুত্তমম্।।” w পিপুল, সৈন্ধব লবণ, কুড় ( বণিক দ্রব্য), এই তিন দ্রব্য গোমুত্রের সহিত