পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধনুৰ্ব্বেদ । *》 সন্ধানং ত্ৰিবিধং প্রোক্তং অধঃ উৰ্দ্ধং সমং সদা ॥ যোজয়েৎ ত্রিপ্রকারং হি কার্য্যেদ্বপি যথাক্রমম্ ॥ অধশ্চ দূর পাতিত্বে সমং লক্ষ্যে মুনিশ্চলে। দৃঢ়াফোটে প্রকুৰ্ব্বাত উদ্ধং সন্ধানযোগত: ॥” (, "에 1 যোগ্যতা অনুসারে মুষ্টি সন্ধান তিন প্রকার। অধঃসন্ধান, উৰ্দ্ধসন্ধান ও সমসন্ধান। এই তিন প্রকার সন্ধান যথাযোগ্য:কাৰ্য্যে যোজনা করিবে । দুরপাতন কালে অধঃসন্ধান নিশ্চললক্ষ্য স্থলে সমসন্ধান এবং দৃঢ়াস্ফোটকালে উৰ্দ্ধসন্ধান প্রয়োগ করা কৰ্ত্তব্য । ব্যয় বা শরাকর্ষণপ্রণালী । শরের পুঙ্খ দেশটি ধনুকের ছিলায় বসাইয়া দিয়া তাহার কায়াটী ধনুকের মধ্যগাত্রে ধূতস্থানের পাশ্বে শায়িত রাথিয়া আকর্ষণ করিবেক । যতই আকর্ষণ করিবে, ধনুক ততই নম্র হইয়া আদিবে। প্রসারিত বাম হস্তের মুষ্টি স্থির বা অবিচলিত অর্থাৎ যেমন তেমনই থাকিবে । পরন্তু দক্ষিণ হস্তের দ্বারা ধৃত শরপুঙ্খ ও জ্যা ক্রমে আকৰ্ষিত হইয়া কৰ্ণ পৰ্য্যন্ত আসিবে। আকৃষ্ট গুণ কর্ণ পৰ্য্যন্ত আসিলেই শরের দীর্ঘতার শেষ হয় এবং ধনুকেরও বক্রত। পূর্ণ হইয়া অৰ্দ্ধ চন্দ্রাকার ধারণ করে। এতদ্রুপ ধনুরাকর্ষণের নাম “ব্যয়”। এই ব্যয় নামক আকর্ষণ ক্রিয়াটি সমধিক বলসাধ্য। ধন্থধারী বীর এই ক্রিয়ায় দক্ষ হইলেই বাণ যুদ্ধে পারগতা লাভ করিতে পারেন। পরস্তু এই ব্যয় অথবা আকর্ষণ ক্রিয়ার বিশেষ বিশেষ নিয়ম বা কাএদা আছে। সেই সকল বিশেষ বিশেষ নিয়মের বা কাএদার নাম ‘কৈশিক ‘সাত্ত্বিক বৎসকণ’ ‘ভরত’ ও ‘স্কন্ধ । এই পঞ্চবিধ ব্যয় বা ধনুরাকর্ষণ পঞ্চবিধ যুদ্ধের উপযোগী। যথা— কৈশিকঃ কেশমূলে বৈ শরঃ শৃঙ্গে চ সাত্ত্বিক: - শ্রবণে বৎসকৰ্ণশ্চ গ্রীবায়াং ভরতো ভবেৎ৷ অংশকে স্কন্ধনম চ ব্যয়াঃ পঞ্চ প্রকীৰ্ত্তিতাঃ । কৈশিকশ্চিত্রযুদ্ধেযু অধোলক্ষ্যেযু সাত্ত্বিকঃ ॥ তির্যাক্লক্ষ্যে বৎসকৰ্ণে ভরতেঃদৃঢ়ভেদনে। দৃঢ়ভেদে চ দুরে ঢ স্কন্ধনামানমিষাতে।” ( বু, শ ীি