পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

脚修 ভারত-রহস্ত । প্রভ। বহির্গত হয়, তাহা হইলে সে অস্ত্র জয় ও আরোগ্য বৃদ্ধি করিবে । নচেৎ অশুভ বৃদ্ধি করিবে। এ সকল কথা সত্য কি মিথ্যা তাহ নিৰ্ণয় করিবার সাধ্য নাই, পরন্তু প্রাচীনদিগের মতামত বর্ণন করিবার জন্তই এ সকল সঙ্কলন করিলাম। অপি চ আসি সম্বন্ধে আরও কয়েকটা লক্ষণমুযায়ী নাম আছে, তাহাও এস্থলে উদ্ধৃত করা গেল । ১ ধবল গিরি । রূপায় তসম ভূমিরঙ্গং শ্বেতং প্রতীয়তে । তং ধবলগিরিং পাগু্যং পণ্ডিজ্ঞাঃ প্ৰবদস্তি হি ॥? পাগু লৌহজ্ঞ পণ্ডিতেরা বলিয়াছেন যে, যাহার ক্ষেত্র রূপার স্তায় ও অবয়ব শুভ্র, তাহ পাণ্ড লৌহ সমুদ্ভব এবং তাহার নাম ধবলগিরি। ২ কাল গিরি । “তম্বী পত্রাবলী কালীঃ সেীবণাঙ্গ সিপত্রিকা । প্রাহুঃ কালগিরিং পাণ্ডিলেীহশাস্ত্রবিশারদাঃ ॥” যাহার অঙ্গে স্বল্প স্বল্প সুবৰ্ণাকার অথবা কৃষ্ণভিযুক্ত পত্রভঙ্গাকার চিহ্ন দেখা যায়, তাহার নাম কালগিরি ; ইহা লৌহ শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা বলিয়া গিয়াছেন। ৩ কজ্জল গাত্র । “ধারা শুভ্ৰ ভবেৎ যন্ত মধং কজ্জলসন্নিভম্। কৃষ্ণরঙ্গশ্চিতং গাত্ৰং বিদ্যাৎ কজলগাত্ৰকম্‌ ৷” যাহার ধার গুস্রবণ, মধ্যে কজ্জল বর্ণ, সৰ্ব্বাঙ্গে কাল দাগ, তাহকে কজল গাত্র বলিয়া জানিবে। *. ৪ কুটীরক । “সূক্ষ্মং রজতপত্রভমঙ্গং কৃষ্ণাসিপত্রিক । কুটারকঃ সমাখ্যাতাস্তৎক্ষতে শ্বয়থুর্ভবেৎ।” যাহার অঙ্গে সুহ্ম স্বক্ষ রজতপত্রের চিহ্ন থাকে অথচ কৃষ্ণবৰ্ণ ; এতাদৃশ অসিপত্রিক কুটারক নামে খ্যাত। এই কুটারক অসিরু দ্বারা ক্ষত হইলে শরীরে শ্বয়থু অর্থাৎ শোথ জন্মে। - ৫ কেতকী বাজ । ‘কেতকী পত্রসদৃশমঙ্গং যন্ত প্রতীয়তে । বিদ্যাৎ কেতকবজ্রং তৎ —— " স্বদঙ্গে কেতকী পত্রাকার চিহ্ন থাকে—সে অসির নাম কেতক বঞ্জ ।