পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আসি । *4 “শতাৰ্দ্ধমজুলীনাক্ত খড়গংশ্রেষ্ঠং প্রকীর্তিতম্ তদৰ্দ্ধং মধ্যমং জ্ঞেয়ং ততো হীনং ন কারয়েৎ '* “পঞ্চাশদগুলোত সেধচতুরস্কুলবিস্তৃত: ” কেহ কেহ বলেন যে, ৩০ অস্কুলের অধিক দীর্ঘ অসি নিংস্লিংশ নামে খ্যাত ও তাছাই উত্তম। বৃহৎ সংহিতা গ্রন্থেও এইরূপ লিথিত আছে। যথা— “অঙ্গুলশতাৰ্দ্ধমুত্তম উণঃ স্তাৎ পঞ্চবিশতিং খড়গং।” গঠন । পদ্ম পুষ্পের পাবড়ির অগ্রভাগ যেরূপ, অসির অগ্রদেশ যদি সেইরূপ গঠনের হয়, তবে সে অসি উত্তম এবং করবীর পত্রের তুল্যাকার হইলে, তাহা তদপেক্ষ উত্তম । যাহার অগ্রভাগ মণ্ডলাকার অর্থাৎ সুগোল কিম্বা কিঞ্চিৎ বক্র—সে অসি তত প্রশস্ত নহে। যথা— “খড়গঃ পদ্মপলাশাভোমণ্ডলাগ্রঞ্চ শস্ততে । করবীরপলাশাগ্রসদৃশশ্চ বিশেষত: ” মগুলাগ্র অসি এক্ষণে “বগী” নামে খ্যাত । কোন কোন অস্ত্রবিৎ যোদ্ধা ইহাকেও প্রশংসা করিয়া থাকেন । বৃহৎ সংহিতা গ্রন্থেও ইহার এবং অন্যান্য প্রকার খড়েগর প্রশংসা আছে। যথা— "গোজিহাসংস্থানে নীলোৎপল বংশপত্রসদৃশশ্চ। করবীরপত্র শূলাগ্রাঃ প্রশস্তা: স্ত, ” গোজিহবা, সুদী নাইল, ফুলের পাবড়ি, বাশের পাতা, করবীর ফুলের পাতা ও শূলের অগ্রভাগের তুল্যাকার খঙ্গ ও মণ্ডলাগ্র প্রশস্ত অর্থাৎ উত্তম। ধ্বনি । আঘাত করিলে যদি কাক-স্বরের ন্যায় কর্কশ ধ্বনি বা শব্দ উখিত হয় কিম্বা অং—ইত্যাকার শব্দ হয়, তবে সে তরবারি রাজাদিগের পরিত্যাজ্য। পরস্তু যাহার শব্দ মধুর, কিঙ্কিণী ধ্বনি সদৃশ অর্থাৎ কনকনে এবং দীর্ঘ অর্থাৎ বহুক্ষণস্থায়ী, —সেই খড়গই শ্রেষ্ঠ খড়গ, এবং রাজার তন্দ্রপ খড়গই ধারণ করিবেন। যথা— “আহতে যত্র খড়েগ স্তাত ধ্বনিঃ কাকস্বরোপমঃ । যত্র অংকার ধ্বনিবৰ্ণস্তাত স বর্জ্যে নরপুঙ্গবৈঃ ”