পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిహ్ర్ রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র ভাষার অঙ্কুশীলন করিতে হইবে। কিন্তু ঐ বিজাতীয় ভাষা কখন আমাদের আপনার ভাষা হইবে না ; কখনও আমরা অস্তরের কথা ঐ ভাষায় ব্যক্ত করিতে পারিব না । যদি আমাদের স্বজাতিকে ও আমাদের আত্মীয়বর্গকে পাশ্চাত্য জাতির উপাজিত জ্ঞানসম্পত্তির অধিকারী করিতে চাই, তাহা হইলে আমাদের মাতৃভাষাকে এইরূপে সংস্কৃত মাজ্জিত করিয়া তুলিতে হইবে, যাহাতে সেই মাতৃভাষা এই জ্ঞানবিস্তার কর্মের ও জ্ঞানপ্রচার কর্শের যোগ্য হয়। এই বঙ্গ ভাষারই অঙ্গে নূতন রক্ত সঞ্চালিত করিয়া, তাহাকে পুষ্ট সমর্থ করিয়৷ তুলিতে হইবে। এই কাৰ্য্যসম্পাদন এখন কর্তী বাঙ্গালীর অন্যতম কার্য্য । বাঙ্গালা ভাষায় বিজ্ঞান-গ্রন্থের প্রণয়ন কিছুদিন হইল আরম্ভ হইয়াছে । ভরসা করা যায়, এইরূপ গ্রন্থের সংখ্যা ক্রমেই বাড়িবে। গ্রন্থকারগণ ইংরেজী বৈজ্ঞানিক শব্দের বাঙ্গালায় অনুবাদ ও প্রচার কার্য্যে প্রবৃত্ত হইয়াছেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে ইংরেজী বৈজ্ঞানিক শব্দের অনুবাদে যত দূর সাবধান হওয়া আবশ্বক, সকলে ততদূর সাবধান হয়েন না। গ্রন্থকারগণের দোষ দেওয়াও সৰ্ব্বত্র সমীচীন নহে, কাৰ্য্যটি প্রকৃতপক্ষে বড়ই দুরূহ। সম্প্রীত পণ্ডিত রজনীকান্ত গুপ্ত মহাশয় বঙ্গীয়-সাহিত্য-পরিষদের সম্মুখে বৈজ্ঞানিক পরিভাষা-নিৰ্দ্ধারণ সম্বন্ধে প্রস্তাব উপস্থিত করিয়া ধন্যবাদাহ হইয়াছন। পরিষদও বঙ্গসাহিত্যের গতিপথনির্দেশে উদ্যোগী হইয়া ঐ কাৰ্য্যের ভার গ্রহণে স্বীকৃত হইয়াছেন। সুতরাং এই সময়ে এই সম্পর্কে দুই চারিটি কথা উত্থাপন করা অসাময়িক না হইতে পারে। বিজ্ঞানের ভাষার সহিত বিজ্ঞানের উন্নতির অতি নিকট-সম্বন্ধ। র্যাহার বিজ্ঞানের অনুশীলন করেন, তাহারাই এই সম্বন্ধ জানেন। বিজ্ঞানের ভাষা প্রচলিত ভাষা হইতে কয়েকটি কারণে স্বতন্ত্র। উভয়ত্র ভাষার উদ্দেশু এক হইলেও, একত্র সৌষ্ঠবের দিকে, অন্যত্র সামর্থ্যের দিকে অধিক দৃষ্টি রাখিতে হয়। বিজ্ঞানের ভাষা সমর্থ ভাষা ন৷ হইলে, বিজ্ঞান পুষ্টিলাভ করে না ; অঙ্গ বল পায় না ; বিজ্ঞানের পরিণতি ও বিকাশ ঘটে না। বিজ্ঞানের ইতিহাস আলোচনা করিলে দেখা যায়, বিজ্ঞানেয় উন্নতি যেমন প্রতিভাদ্বারা সাধিত হইয়াছে, বিজ্ঞানের ভাষাসংগঠনেও সেইরূপ সময়ে সময়ে অসাধারণ প্রতিভা প্রযুক্ত হইয়াছে। দুই একটি দৃষ্টান্ত দিব। বিজ্ঞানের শীর্ষস্থানে গণিতবিদ্যা। গণিতবিদ্যার ভাষা প্রচলিত ভাষা হইতে সম্পূর্ণভাবে স্বতন্ত্র। কতকগুলি সাঙ্কেতিক চিহ্ন অবলম্বন করিয়া গণিতবিৎ মনের কথা ব্যক্ত করেন। পাটিগণিতে দশমিক লিপি ও বীজগণিতে সাঙ্কেতিক লিপি যতদিন প্রচলিত না হইয়াছিল, ততদিন ঐ দুই শাস্থের উন্নতির আরম্ভ হয় নাই। ভারতবর্ষ ঐ উভয়বিধ লিপিরই আকরস্থান। ইউরোপে নিউটন ও লাইবনিজ, একই সময়ে Differential Calculus of No 215W: গণিতপ্রক্রিয়ার আবিষ্কার করেন। কিন্তু নিউটনের আবিষ্কৃত লিপি লাইবনিজের উদ্ভাবিত লিপিপ্রণালীর নিকট দাড়াইতে পারে নাই। উনবিংশ শতাব্দীতে পদার্থবিদ্যার অভূতপূর্ব উন্নতির সহিত পদার্থবিষ্ঠার জন্য স্বতন্ত্র ভাষা সঙ্কলনের প্রয়োজন হইয়াছে। উপযুক্ত ভাষা সঙ্কলনের জন্য প্রতিভাবানু পুরুষগণ আপনাদের ক্ষমতা প্রয়োগ করিয়াছেন। মহামতি লাবোয়াশিয়।