১৫৬ রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র পরিষৎ পত্রিকায় প্রকাশ কৰ্ত্তব্য বোধ করিলাম । বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা-সাহিত্য ইংরেজ মিশনারিদের নিকট নানা কারণে ঋণী । এই গ্রন্থখানিও মাশমান প্রভৃতি মিশনারিদের প্রযত্বেই প্রচারিত। গ্রন্থের নাম Principles of Chemistry by John Mack of Serampur College- কিমিয়া বিদ্যার সার, শ্ৰীযুক্ত জান মাক সাহেব কর্তৃক রচিত ও গৌড়ীয় ভাষায় অল্পবাদিত। গ্রন্থখানি শ্ৰীবামপুর যন্ত্রে ১৮৩৪ অব্দে মুদ্রিত। বর্তমান পুস্তক ঐ গ্রন্থেব প্রথম খণ্ড মাত্র। দ্বিতীয় খণ্ড মুদ্রিত ও প্রচারিত হইয়াছিল কি না, জানি না। ডিমাই বার-পেজী আকারে গ্রন্থেব পৃষ্ঠা-সংখ্যা ১৯-১৬৯। প্রথম উনিশ পৃষ্ঠায় ভূমিকা ও স্বচী আছে। ভূমিকা ইংরেজীতে লিখিত। স্পচ ইংরেজী ও বাঙ্গালী উভয় ভাষায় লিখিত। গ্রন্থেব দুই ভাগ , প্রত্যেক ভাগ অধ্যায়ে ও প্রত্যেক অধ্যায় প্রকরণে বিভক্ত। প্রথম ভাগে ‘কিমিয়াপ্রভাব’—chemical forces —যথা, “আকর্ষণ,” “তাপক”, “আলে,” “বিদ্যুতীয় সাধন,”—বিভিন্ন অধ্যায়ের বর্ণনীয় বিষয়। দ্বিতীয় অধ্যায়েব বর্ণনীয় বিষয়—“কিমিয়া-বস্তু'—chemical substances , তন্মধ্যে দুষ্ট অধ্যায়ে “বিদ্যুৎসম্পৰ্কীয় অভাবরূপ *"(electro-negative substances), “RS “sfş-fēā fāgs Hofstą wstąFoi qos” (unmetallic electro-positive substances ) বর্ণিত হইয়াছে। গ্রন্থকাব ধাতু ব্যতীত অন্য সমুদয় মূল পদার্থকে, অর্থাৎ non-metalদিগকে, এই দুই শ্রেণীতে বিভক্ত করিয়াছেন। বলা বাহুল্য, এই শ্রেণী-বিভাগ আধুনিক বসায়নশাস্ত্রেব অনুমোদিত নহে। প্রথম শ্রেণী বা electro-negative Cofiños Oxygen, Chlorine, Biomine, Iodine, Fluoi Inc or ifosso, I fool qi elect: )-positive Coff; WAJ Hydrogen, Nitrogen, Sulphus, Phosphorus, ( 1 bon, Boron, Selenium of পাইয়াছে। গ্রন্থেব দ্বিতীয় ভাগে ধাতু-সকলের ও জৈব পদার্থের—“সেন্দ্রিয় সম্পৰ্কীয় বস্তু” সকলের বিবরণ থাকিবে, গ্রন্থমধ্যে এইরূপ আভাস আছে। গ্রন্থশেষে “ক্রোড়পত্র” (appendix) মধ্যে চিত্র সহিত বাষ্পীয় এঞ্জিনের ব্যাখ্যা আছে। গ্রন্থ-রচনার উদ্বেগু সম্বন্ধে ভূমিকামধ্যে নিম্নোদ্ধৃত বাকা আছে – “Mr Marshman having proposed some years ago to publish an original series of elementary works on history and science, for the use of youth in India I thought it a privilege to be associated with him in the undertaking and cheerfully promised to furnish such parts of the series as were more intimately connected with my own studies. Other engagements have retarded the execution of our project, much against our will. He has therefore been able to do no more than bring out the first part of his Brief Survey of History, and now, at length, I am permitted to add to this 61st volume of the Principals of Chemistry"|
পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/১৬০
অবয়ব