শব্বকথা : বাঙ্গালার প্রথম রসায়ন-গ্ৰন্থ »¢ዓ ভগ লাস যন্ত্রাদি ক্রয়ার্থ পাচ শত পাউণ্ড দান কবিয়াছিলেন , তজ্জন্য গ্রন্থকাব কৃতজ্ঞতা প্রকাশ কবিয়াছেন। জ্যোতিষ, বস্তুবিজ্ঞান প্রভৃতি শাস্ত্রে বাঙ্গাল গ্রন্থপ্রচার গ্রন্থকাবেব অভিপ্রেত ছিল। এই অভিপ্রায় কত দূর সফল হইয়াছিল, জানি না। স্ত্ররামপুবে ও কলিকাতায় গ্রন্থকাব বসায়ন সম্বন্ধে যে লেকৃচার দিতেন, তাহাবই অবলম্বনে বর্তমান গ্রন্থ রচিত হইয়াছিল। বসায়ন-শাস্ত্রে বাঙ্গালা ভাষায় এই প্রথম গ্রন্থ। গ্রন্থকাব বলিতেছেন, “Be it understood, the native youth of India are those for whom we chiefly labour; and their own tongue is the great Instrument by which we hope to enlighten them ” গ্রন্থকাব এক জায়গাষ স্পষ্ট বলিযাছেন, তিনি বাঙ্গালা ভাষায় শিক্ষা দিতেন । আমাদেব বিশ্ববিদ্যালয় স্থিব কবিযাছেন, বাঙ্গালী ভাষাব দ্বাব| বিজ্ঞান শিক্ষ। চলিতে পারে না । বাঙ্গালা দেশে জনসাধাবণেব মধ্যে বিজ্ঞানপ্রচাবেব জন্য যিনি সৰ্ব্বপ্রধান উদ্যোগী বলিয়া প্রতিষ্ঠা লাভ কবিযাছেন, তিনি বিশ্ববিদ্যালয়েব সভায় সভাপতিব আসন হইতে সে দিন বলিয়াছিলেন, বাঙ্গালী ভাষা আমাদেব মাতৃস্তম্ভেব স্থানীয় বটে, কিন্তু জননী বহুদিন হইতে রুগ্ন , তাহাব স্তন্য এখন বিষবৎ পরিহার্য্য। পাঠকেরা অবধান করুন। এই গ্রন্থখানিব অধ্যয়নে প্রচুব আমোদ পাওয়া যায়। চৌষটি বৎসব পূর্বে বিজ্ঞানের শৈশব ছিল। তখন যাহা অস্পষ্ট ছিল, এখন তাহা স্পষ্ট। তাপ তখনও দ্রব পদার্থমধ্যে গণ্য হইত , আলোক কণিকাবৃষ্টি হইতে উৎপন্ন, এ বিশ্বাস তখনও যায় নাই , তাডিতেব অধিকাংশ ধৰ্ম্মই অজ্ঞাত ছিল , ডান্টনেব পরমাণুবাদ আঁধাবে আলো দিতে গিয়া আঁধারকে আবও ঘনাইয়া তুলিতেছিল , অধিকাংশ মূল পদার্থের পাবমাণবিক গুরুত্ব তখনও নির্ণীত হয় নাই , নাইট্রোজেনের এক পরমাণুর সহিত অক্সিজেনের পাচ পরমাণু যোগে নাইট্রিক দ্রাবক জন্মে ; এইরূপ নানাবিধ তত্ত্ব তখন রসায়নজ্ঞগণ কর্তৃক প্রচারিত হইতেছিল। এখন সে সমস্ত মত বদলাইয়া গিয়াছে। কিন্তু বাঙ্গালা ভাষায় বৈজ্ঞানিক সাহিত্য এখনও অপূর্ণ। আলোচ্য গ্রন্থে বাঙ্গালায় রসায়ন-শাস্ত্রের ষে অবস্থা দেখিতে পাই, তাহার অপেক্ষা বন্ড অধিক উন্নতির চিহ্ন অদ্যাপি দেখিতে পাই না । গ্রন্থের ভাৱা সত্তর বৎসরের পূর্বতন বাঙ্গালা ; গ্রন্থের বিষয় বিজ্ঞান ; গ্রন্থকার ইংরেজ। স্বতরাং গ্রন্থের ভাষায় যে বৈশিষ্ট্য আছে, তাছাই প্রচুর আমোদের সঞ্চার করে। বাঙ্গালা ভাষা আজকাল সমৃদ্ধি লাভ করিয়াছে , কিন্তু তথাপি বিবিধ বিজ্ঞানের তাৎপৰ্য্য প্রচারে এখনও সাহণী হয় নাই। এখমও বৈজ্ঞানিকের বাঙ্গালা সাধারণের বোধগম্য হয় নাই। র্যাহারা বাঙ্গালায় বৈজ্ঞানিক গ্রন্থ লিখিতে চেষ্টা করেন, তাহারাই এ বিষয়ে বাঙ্গালা ভাষার দৈন্ত বুঝিতে পারেন। এখনও এই অবস্থা! সত্তর বৎসর পূর্বে এক জন বিদেশী কিরূপে o , tवब्रॉनिक उरु जिथिहङ नांश्नौ इ३झांझिलम, फांश छिंख्र्यौ ? किक्वॆङ्ग ८र्षगांश्न झिश, भांशांtब्र cन शांत्र्न चाह' कि? क्षश्tिण बल्लैलांश्च
পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/১৬১
অবয়ব