পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গীয়-সাহিত্য-সম্মিলন : ዓ¢ যোগ্যতাটুকুও বিস্তৃত হইয়াছেন। তিনি স্বয়ং অলকাবত্তিক হাতে লইয়া বিজ্ঞান শাস্থের অজ্ঞানাচ্ছাদিত যে পথে অগ্রবর্তী হইয়াছেন, আমিও অতি দূরে থাকিয়৷ সেই পথে তাহার পশ্চাতে অনুসরণ করি ; সেই পথের উপযুক্ত কোন একট। আদেশ দিলে বরং আমি সাহস করিয়া দুইটা কথা বলিতে পারিতাম, কিন্তু সহসা তিনি আমাকে এমন পথে ঠেলিয়া দিয়াছেন, যেখানে কোন কথা উচ্চারণ করিতে গেলে আমার পক্ষে অনধিকারচর্চার ধৃষ্টতা আসিয়া পড়ে। কাজেই আমি অতি সভায় ও অতি সংক্ষেপে আমার উদ্বেশুই আপনাদিগকে বিজ্ঞাপিত করিয়া আপনাদের নিকট বিদায় লইব । o এই উদ্দেশ্য জ্ঞাপন করিবার পক্ষে আমার সামান্য একটু অধিকার আছে। কলিকাতা হইতে বঙ্গীয়-সাহিত্য-পরিষদের পক্ষ হইতে কতিপয় সাহিত্যসেবী ও সাহিত্যাহ্বাগী বন্ধুর সহিত আমি আপনাদের আহবানে এখানে উপস্থিত হইয়াছি, সেই-সাহিত্য-পরিযং সভা এক্ষণে আপনাদের সম্পূর্ণ অপরিচিত নহে। এই রাজসাহী নগবে সেই সাহিত্য-পরিষদের একটি শাখা আছে, এবং আপনাদেবষ্ট মান্য ব্যক্তিগণ সেই শাখাব পবিচালনা করিতেছেন। সেই সাহিত্য-পরিষদের একটি মূখ্য উদ্দেশ্য—বাঙ্গালী ভাষার ও বাঙ্গাল সাহিত্যের পথ দিয়া বাঙ্গাল দেশের ও বাঙ্গালী জাতির বিভিন্ন মত ও বিভিন্ন বিভাগ মধ্যে পরস্পর ঘনিষ্ঠ পরিচয় ও বন্ধন স্থাপন দ্বাবা জাতীয় ঐক্য স্থাপন। আমরা আমাদের দেশকে ও আমাদের জাতিকে নিতান্ত আত্মীয়ভাবে জানিতে চাই। বাঙ্গালা দেশের কোথায় কি আছে ও কোথায় কি ছিল, বাঙ্গালী জাতির সম্পদ কোথায় কি আছে, কোথায় কি ছিল, তাহা আমরা জানিতে চাই। এই জন্য আমাদের মনে একটা আকাক্ষ, একটা আগ্রহ জন্মিয়াছে, এই আকাঙ্ক্ষা পূর্ণ না হইলে আমাদের তৃপ্তি হইবে না। সকল জ্ঞানের মূলে আত্মজ্ঞান। আমরা কে, আমরা কি, আমরা কোথা হইতে কিরূপে কোন সময়ে কি জন্য আসিয়াছি, এই জ্ঞানলাভ আমাদের পক্ষে আবশ্বক, বিধাতা কি উদ্দেশ্যে পৃথিবীর কোন কাৰ্য্য সাধনের জন্য আমাদিগকে এই ধরাধামে প্রেরণ করিয়াছেন, ইহা সেই জ্ঞানলাভ হইলেই আমরা বুঝিতে পারিব এবং তখনই আমরা আমাদের সামর্থ্য বুঝিয়া আমাদের যোগ্যতা নিরূপণ করিয়া, জগতে আমাদের সাধ্যমত কৰ্ত্তব্য নিৰ্দ্ধারণে সমর্থ হইব। বঙ্গীয়-সাহিত্য-পরিষৎ যে উদ্দেশ্য লইয়া জন্মিয়াছে, আমি এই গোড়ার তত্ত্ব-নিরূপণকেই তন্মধ্যে উদ্দেশ্য বলিয়া মনে করি। এই উদেশ্ব সাধনের জন্যই আমাদের ব্যগ্রতা, এই জন্য আমরা এই সাহিত্য-সন্মিলন উপলক্ষ্য করিয়া বঙ্গভূমির জেলায় জেলায় ছটাছুটি করিতে প্রস্তুত হইয়াছি এবং এ বৎসর আপনাদের দ্বারদেশে আঘাত করিয়া আপনাদের শাস্তিভঙ্গ করিতেছি । আমাদের বড়ই দুর্ভাগ্য যে, আমরা যে দেশের পরিচর্য্যা করিতে ইচ্ছুক, সেই মহাদেশের—সেই হিন্দু মুসলমানের মহাদেশের—আমরা যে জাতির জাতীয় ভাবের প্রতিষ্ঠার জন্য চেষ্টা করিতেছি, সেই মহাজাতির-সেই হিন্দু মুসলমান মহাজাতির —সম্যক পরিচয় জানি না,—আমাদের কোথায় কোন রত্ব নিহিত আছে, আমাদের কোথায় কি বল আছে, তাহা আমরা জানি মা-পৃথিবীর নিকট