পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/২৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিভাষণ ՀԵ Պ

ভাষায় সভার কার্য্যারম্ভ ঘোষণা করিয়া দেয়। বুঝিলাম, বর্তমান সভায় নকিবের কাৰ্য্য করিলেই আমি অব্যাহতি পাইব এবং আমার বন্ধুগণ আমার প্রতি তুষ্ট থাকিবেন। বর্তমান অবস্থায় নকিবের উচ্চকণ্ঠ আমার নাই, তবে বন্ধুগণের পবিতোষের জন্য আপনাদের মত বিজ্ঞ বুধমণ্ডলীর সম্মুখে কয়েক মিনিটের মত গল। জাহির করিয়া কাৰ্য্যারম্ভের ঘোষণা করিয়া দিতে আমি প্রস্তুত হইয়াছি। অমাব অবস্থা দেখিয়া আপনাদের অন্তবে যদি হাস্যরসের সঞ্চার হয়, তাহাতে আমি ক্ষুদ্র হইব না। বঙ্গীয়-সাহিত্য-সন্মিলন এবং তৎসম্পন্স বিজ্ঞান-শাখা যদি দেশের স্থায়ী অনুষ্ঠান হইয়া দাডায় এবং এতদ্বারা দেশের যদি কোন স্থায়ী হিত সম্পাদিত হয়, তাহা হইলে কোন ভবিষ্যৎকালে এই অনুষ্ঠানের ইতিবৃত্ত সঙ্কলনেব প্রয়োজন হইতে পারে। আজিকার বিজ্ঞান-সভায় আমি আবি কোন কার্য্য কবিতে না পারি, ভবিষ্যতের সেই ইতিহাসলেখকের কিঞ্চিং সাহায্য করিয়া যাইতে পারি। এ কাজটা ও নকিবের কাজের অঙ্গ বলিয়া বিবেচিত হইতে পারে। নয় বৎসর পূৰ্ব্বে বঙ্গীয়-সাহিত্যপরিষদের সম্পাদকতা গ্রহণের পর একদিন জোডার্সাকোব বাড়ীতে বসিয়া মাননীয় শ্ৰযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের সহিত সাহিত্য-পরিষদের কৰ্ত্তব্য সম্বন্ধে আলোচন। করিতেছিলাম। দশ বৎসব ধরিয়া আম সাহিত্য-পবিষদের ঢাক বাজাচয়াছি । যখনই অবসর হইয়াছে, কঁধি হইতে ঢাক নামাইয়া পবিষদের ভূত ভবিষ্যৎ বর্তমান সম্বন্ধে অন্যের সহিত আলোচনা এবং অন্যের উপদেশ গ্ৰহণ আমার ব্যাধি হইয়। দাড়াইয়াছিল। এই উদ্দেশ্য লইয়া রবীন্দ্রনাথের নিকট যখনই গিয়াছি, তখনক্ট কিছু না কিছু লাভ কবিয়া আসিয়াছি। সেই দিন প্রসঙ্গক্রমে তিনি বলিলেন, সাহিত্য-পরিষদের কার্য্যক্ষেত্র বাঙ্গাল দেশ জুডিয়া বিস্তৃত হওয়া আবশ্বক। বাঙ্গালা দেশ এবং বাঙ্গালী জাতি সম্বন্ধে যাহা কিছু জ্ঞাতব্য হইতে পারে, সাহিত্য-পরিষৎ যদি সেই সমস্ত বাৰ্ত্তা কেন্দ্রীভূত করিতে পারেন, তাহা হইলে পরিষদের জীবন সার্থক হইবে। এই কার্য্যের জন্য সমস্ত বাঙ্গাল দেশ ব্যাপিয়া সমস্ত বাঙ্গালী জাতিকে যথাসম্ভব জাগাইয়া তোলা পরিষদের সম্প্রতি মুখ্য কৰ্ত্তব্য। আপাতত: পরিষদের বার্ষিক অধিবেশন কলিকাতায় না করিয়া বাঙ্গালার ভিন্ন ভিন্ন নগরে পর্য্যায়ক্রমে অমুষ্ঠিত করিলে কাৰ্য্যটার সূচনা হইতে •to faito British Association for the Advancement of Science যেমন বর্ষে বর্ষে ভিন্ন ভিন্ন নগরে উপস্থিত হইয়া নৃতন জ্ঞানের আহরণ ও পুরাতন জ্ঞানের প্রচার করিয়া থাকেন, সাহিত্য-পরিষৎও সেই পথে চলিতে পারেন। British Association কেবল বিজ্ঞান-শাস্ত্রেরই আলোচনা করেন। বাঙ্গালা দেশে ঐরুপ বিজ্ঞানসভা গঠিত হইবার এখনও সময় হয় নাই। সাহিত্যপরিষৎকে সাহিত্যের সকল বিভাগেই কাজ করিতে হইবে । আজ যদি আমি স্বীকার করি ষে, রবীন্দ্রনাথের এক একটা কথা এক এক সময়ে মন্থের ছায় আমার মোহ উৎপাদন করিয়াছে, তাহা হইলে আপনার আমাকে নিতান্ত ক্ষীণজীবী ভাবিয়া অবজ্ঞা করিবেন না। এই প্রস্তাবটিও তদবধি আমার মোহ জন্মাইয়াছিল। বঙ্গীয়-সাহিত্য-পরিষদের লোকবল এবং ধনবল আমার অক্সাত