পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৩০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ee 8 রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র স্থান অল্প, ভূমি অনুৰ্ব্বর, লোকসংখ্যা বৰ্দ্ধমান, সকলের অন্ন জোটে না ; জঠরজালার তীব্র উত্তেজনায় ইউরোপের লোক স্বদেশ ছাড়িয়া বাহির হইল। প্রথমে বাহির হয় স্পানিয়ার্ড। দেখাদেখি পটুগিজ, ওলন্দাজ, ফরাসী, ইংরাজ ক্রমশঃ বাহির হইয়া থাকে। পৃথিবীর ইতিহাসে সেই এক নূতন অধ্যায় আরম্ভ হইল। ইউরোপ হইতে লোক দলে দলে বাহির হইল ; সঙ্গে ছিল জঠরজালা ও তজনিত অমাহুষিক উত্তেজনা, অর্থতৃষা ও রক্তপিপাসা। আর তার সঙ্গে ছিল ধৰ্ম্মপ্রচারের ভান। এই ভান ও এই পিপাসা লইয়া দস্ব্যর দল লোকোপপ্লবের জন্য পূৰ্ব্বে পশ্চিমে যেখানে সেখানে ধূমকেতুর মত আবির্ভূত হইতে লাগিল । কিন্তু হায়, ধূমকেতুর আবির্ভাব অচিরস্থায়ী ; আর এই নৃশংস দস্থ্যর দল যেখানে একবার প্রবেশ করিল, সেখান হইতে আর বাহির হইল না। প্রাচীন রাজ্য ছারখারে গেল, প্রাচীন সভ্যতা লুপ্ত হইল ; প্রাচীন মানব বংশ ভবিষ্য কালের ভূতত্ববিদের জন্য ভূপঞ্জরে অস্থিকঙ্কাল রাখিয়া ধরাধুমি হইতে অপস্থত হইতে লাগিল। একমাত্র ভারতবর্ষে এই ধ্বংস-দাবানল সম্যকৃভাবে জলিতে পায় নাই ; অন্ততঃ ভারতবাসী ধরাতল হইতে উচ্ছিন্ন হয় নাই। সে ভারতবাসীর পূর্বপুরুষের সঞ্চিত পুণ্যফলে বলিতে হইবে। যাহা হউক, ইউরোপ পরস্বাপহরণ ও পরের সর্বনাশ চারি শত বৎসর ধরিয়া করিতেছেন বটে, কিন্তু ইউরোপের জঠরজালার তীব্রতা তাহাতে কমে নাই । জীবনের কঠোরতা, অতৃপ্তির তীব্রতা দিন দিন বাড়িতেছে । ইংরাজের, রুশের, ফরাসীর ঐশ্বৰ্য্য দেখিয়া জার্মাণী ইটালি প্রভৃতিও বহিঃসাম্রাজ্য-স্থাপনে যত্নবান্‌ হইয়াছেন। অন্নচেষ্টার অধ্যবসায়ে শ্ৰীবৃদ্ধি, ধন-বৃদ্ধি, জ্ঞান-বৃদ্ধি বিপুল বেগে ঘটয়াছে। যশোগোরবে, জ্ঞানগৌরবে পাশ্চাত্য সভ্যতা মহিমাময়ী মুক্তি গ্রহণ করিয়াছে। পৃথিবীর ইতিহাসে ইহার তুলনা নাই। কিন্তু হইলে কি হয়। ধরাপৃষ্ঠ অসীম নহে ; খাদ্য সামগ্রীর পরিমাণেরও সীমা আছে। লোকসংখ্যা বাডিতেছে বই কমিতেছে না। আমেরিকা, অষ্ট্রেলিয়া, পৃথিবীর এখানে ওখানে, সেখানে যে একটু আধটু খালি জায়গা আছে, তাহ কিছুদিনেই জনপূর্ণ হইবে। তখন আর ইউরোপ সেখান হইতে অন্ন পাইবে না। তখন পাশ্চাত্ত্য সভ্যতার পরিণাম কি হইবে ? এই এখন প্রধান সমস্যা । ভবিষ্যৎ আশাপ্রদ নহে। বর্তমানের চাকচিক্য শোভার অস্তরেও গোলযোগ দেখা যায়। ইউরোপে যেন একটা মহাকুরুক্ষেত্র ব্যাপারের আয়োজন হইতেছে। ক্ষুদ্র বৃহৎ সমুদয় জাতিই তাহার উদ্যোগপর্বে ব্যতিব্যস্ত ও উৎকণ্ঠায় নিমগ্ন। হয়ত সেই মহাকুরুক্ষেত্র ইউরোপীয় সভ্যতার বিপুল সৌধ চুৰ্ণীকৃত হইয়৷ ধূলিভূপে পরিণত হইবে। সমাজের অভ্যন্তর হইতেও একটা অতৃপ্তির ও অশাস্তির যাতনায় তীব্র নিনাদ উঠিতেছে। সমাজ প্রতি ক্ষণেই বিপ্লবোম্মুখ। দরিদ্রের প্রতি ধনীর দৃষ্টি মাই। দরিদ্র ধনীর কণ্ঠশোণিত পানে ফুৎবন্ত্রণা মিটাইতে প্রস্তুত। উপরে জ্ঞান বিজ্ঞান শোভা সৌন্দৰ্য্য ঐশর্ষ্য লোকনয়ন ঝলসিতেছে। DBBB BBBBD DBBB DD BB DDD DDDD BBB DDBB