পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বদেশী বিশ্ববিদ্যালয় o २ ॐ সরকারি চাকরির বা সরকারী আদালতে ওকালতি প্রভৃতির আশ) রাখিবেন না , অতএব তাহাদের জীবিকার সংস্থান আবশ্বক। বলা বাহুল্য, এই শ্রেণীর ছাত্রের ংখ্যাই বেশী । বৈষয়িক শিক্ষা —জমিদারী বা মহাজনী কার্য্যের জন্য বৈষয়িক শিক্ষার প্রয়োজন। সম্প্রতি কৰ্ম্ম পাইবার ঐ একটা প্রধান পথ হইবে। ইহাতে আইনের জ্ঞান হইতে জরিপপরিমিতির জ্ঞান পৰ্য্যস্ত আবশ্যক। হিসাব রাখা হইতে shorthand ও typewriting পর্য্যন্ত দরকার । আইনশিক্ষা। —ওকালতির পথ রুদ্ধ , অতএব আইনশিক্ষার ভার বিশ্ববিদ্যালয়কে *R* *fo o Ri I & Jurisprudence 3 law of the land co জানা আবশ্যক, তজ্জন্য ব্যবস্থl liberal education এর অঙ্গীভূত করিয়া সাধারণ শিক্ষার মধ্যেই ফেল| চলিবে । চিকিৎসা। —বেসরকারী চিকিৎসাবিদ্যালয় যাহ আছে বা স্থাপিত হইবে সেগুলিকে বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে আনিয়া তদার চালান যাইতে পারে। অন্যান্য ব্যবসায় ।—এ স্থলে বিশ্ববিদ্যালয়কে ধ্যয়ভার গ্রহণ করিয়া শিল্পাদি শিক্ষার ব্যবস্থা করিতে হইবে। ইহার জন্য দুইট কিংবা তিনটা স্তরনিদেশ আবশ্যক। নিম্ন স্তরে কৃষি ও দেশে প্রচলিত ব্যবসায়গুলির (তাতি, কামার কুমার প্রভৃতির ) উন্নতির দিকে লক্ষ্য রাখিয় প্রকৃষ্ট শিক্ষার ব্যবস্থা আবশ্বক। শহরে ও মফস্বলে ছোট ছোট স্কুল সাধারণের খরচে স্থাপিত হইতে পারে। এইরূপ কয়েকটি স্কুল এখনও বর্তমান আছে। §523 JR&ffo fossa (mechanics, physics, chemistry, political economv, geography ) প্রভৃতির ভিত্তির উপর বিবিধ শিল্পশিক্ষার ব্যবস্থা আবখ্যক হইবে। এ স্থলেও বিদেশ হইতে আনীত অথবা বিদেশে শিক্ষিত শিক্ষক আবশ্যক। দেশে যে সকল শিল্প নাই, তাহার প্রবর্তন ও যাহা আছে, তাহার উন্নতি মুখ্য উদেশ্ব হইবে। অদ্যান্ত ব্যায়াম।--শিক্ষার ও পরীক্ষার প্রণালীর উৎকর্ষ সাধন করিলে ছাত্রদিগকে কেবল পুথির উপর সমস্ত সময় দিতে হইবে না, স্বাস্থ্যরক্ষার ব্যবস্থার তাহারা যথেষ্ট অবসর পাইবে । অল্প ব্যয়ে সাধ্য দেশের উপযোগী ব্যায়ামচচ্চার অবসর দেওয়া উচিত । ধৰ্ম্ম।—আনুষ্ঠানিক ধৰ্ম্মশিক্ষাবিষয়ে সম্পূর্ণ ঔদাসীন্তা রাখা উচিত। ছাত্রদিগকে আপন ধৰ্ম্মচচ্চায় সম্পূর্ণ স্বাধীনতা ও স্থযোগ দিতে হইবে । নীতি –পুথিদ্বারা নীতিশিক্ষা হয় না। গুরুশিষ্যের মধ্যে দেশের পুরাতন সম্বন্ধ স্থাপন আবখ্যক । উহাই প্রশস্ত পথ । ছাত্রদিগকে কোন কোন বিষয়ে শিক্ষকের অনুচরত্বে বা ভৃত্যত্বে নিযুক্ত করা যাইতে পারে। পুথিতে স্বদেশের ও বিদেশের মহাপুরুষদের উন্নত চরিত্রের উদাহরণ দেখান যাইতে পারে। স্বদেশী ভাব।—বিদ্যারম্ভ হইতেই অল্পে অল্পে ছাত্রদিগকে সাধ্যমত স্বজাতিসেবায় নিযুক্ত করা আবশ্বক। সেবাক দ্বারা স্বদেশী ভাবে জাগ্ৰত করিতে হইবে।