পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৩৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নানাকথা ; পরাধীনতা \ריסוס জাতীয়তার ও রাজনৈতিক জীবনের যে সমস্ত লক্ষণ, এদেশে তাহার কিছুই নাই। কোন কালে যে ছিল, তাহার প্রমাণ বৰ্ত্তমান নাই । রাজা নিগ্ৰহ করিলে তাহার প্রতিবাদ করা যেমন আমরা আবশ্বক বোধ করি না, রাজার বিপদ উপস্থিত হইলে তাহাকে সাহায্য দানও তেমনই অনাবশুক বোধ করি । রাজা প্রজা হইতে অনেক উদ্ধে অবস্থিত। রাজলোক কতকটা দেবলোকের মত পুণ্যস্থানীয়। সেখানে কি যায়, কি আসে, তাহ আমাদের কৌতুহলের বা আহুসন্ধিৎসার বিষয় হইতে পারে না, সেখানকার ব্যবহারের উপর আমাদের কোন হাত নাই। সত্য বটে, আমাদের শুভাশুভ রাজলোক হুটুতে অনেক সময় নিৰ্দ্ধারিত ও নিয়মিত হইয়া থাকে ; কিন্তু আকাশে গ্ৰহগণের গতায়াত বা দেবলেকে দেবগণের গতিবিধিও আমাদের শুভাশুভের নিয়ামক । গ্রহের ফের ও দেবতার ইচ্ছা যেমন আমরা নিৰ্ব্বিবাদে স্বীকার করিতে বাধ্য, রাজলোকে বিহিত ব্যবস্থাও তেমনই জানিয়া লইতে ও গ্রহণ করিতে বাধ্য রহিয়াছি। কিন্তু অন্য দেশের ইতিহাস ঠিক এমন নহে। সেখানে রাজা প্রজার সম্বন্ধ অন্যরূপ। রাজায় প্রজায় এমন সখ্য সৌহার্দ্য নাই । কথায় কথায় প্রজা রাজার কৈফিয়ৎ চাহিয়া থাকে। রাজা ঘাড নাড়িলে প্রজা শিং নাডা দেয়, রাজা ভ্রভঙ্গি করিলে প্রজা দাত দেখায়। সময়ে সময়ে রাজাকে জেলে দেয়, অথবা রাজার উত্তমাঙ্গের সহিত নিম্নদেহের যোগাকর্ষণ পরীক্ষা করিয়া দেখে । কিন্তু আবার বৈদেশিক আসিয়া রাজাকে আক্রমণ করিলে তখন তাহারা রাজ্যের বিপদ বা নিজের বিপদ ভাবে ; তখন তাহারা দল বাধিয়া অস্ত্র হাতে রাজাকে ঘিরিয়া দাড়ায়, রাজার বা র্তাহার বেতনভুকৃ সৈন্যের বাহুবলের অপেক্ষা করিয়া বসিয়া থাকে না । বৈদেশিককে রাজার সহিত লড়াই করিতে হয় না, তাহার লড়াই প্রজার সহিত । রাজা সেখানে প্রজার সহায় মাত্র, অথবা প্রজার নিদিষ্ট বিশ্বস্ত সেনাপতি মাত্র । তাহার সেই জাতীয় ভাবের লক্ষণ কি ? যত দিন বহিঃশত্রুর আশঙ্কা না থাকে, সে তত দিন রাজ্যের মধ্যে অহনিশ রাজার সঙ্গে দ্বন্দ্বে নিযুক্ত থাকে। অহনিশ দ্বন্দ্ব—উৎকট কলরব । রাজায় প্রজায় নিয়ত অবিশ্রাস্ত মল্লযুদ্ধ—কে কাহাকে হঠায় ? ইউরোপের ইতিহাসই এই । রাজা সময়ে সময়ে প্রজাকে দলিত করেন ; প্রজ। কখন দলিত সপের ন্যায় গর্জাইয়া রাজাকে দংশন করে। যাহারা সামাজিক ও শাস্ত, তাহারা রাজাকে বুঝাইতেছে ও থামাইতেছে, শাসাইতেছে ; যাহারা সমাজদ্রোহী ও দুরন্ত, তাহার রাজার ও রাজমন্ত্রীর মুণ্ড পাতের জন্য গভীর রাত্রে ষড়যন্ত্র করিতেছে। ভারতের প্রজা বর্ষব্যাপী দুভিক্ষ ঘটিলে লক্ষ হিসাবে ও কোটি ও কোটি হিসাবে নির্বাকৃভাবে মরিতে থাকে, ইউরোপের প্রজ একবেলা উদর তৃপ্তি না হইলে রাজার অভ্যর্থনার জন্য ডাইনামাইট সংগ্রহ করে। এই গেল এক দিকৃ। অন্য দিকে যখন আবার বাহিরের শত্রু আসিয়া রাজ্য আক্রমণ করে, প্রজা তখন দলে দলে রাজার পাশে আসিয়া দাড়ায়, এবং রাজা যদি পরাস্ত হয়েন, তখন তাহার হস্ত হইতে শাসনদও স্বয়ং গ্রহণ করিয়া তাহ শত্রুর বিরুদ্ধে পরিচালিত করে। ভারতের প্রজা শাস্তির সময়ে রাজাজ্ঞা অবহিতঞ্চাৰে পালন করে, 宿一戦。