পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\oe রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র বৰ্ত্তমানে কৰ্ত্তব্য (১) নিম্ন ও মধ্যশিক্ষার জন্য আদর্শ বিদ্যালয় স্থাপনা ও পরিচালনা। ঐ আদর্শে পরিচালিত সহরের ও মফস্বলের অন্যান্য স্কুলের পরিদর্শনের ব্যবস্থা। এই কার্য্যের জন্য ব্যয় আবশ্যক । (২) উচ্চশিক্ষার জন্য আদশ কালেজ স্থাপনা সম্প্রতি আবশ্যক নাই। যে সকল বেসরকারী কালেজ ইচ্ছাপূৰ্ব্বক বা কোন কারণে বাধ্য হইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনতা স্বীকার করিবেন, তাহারাই উচ্চশিক্ষার ভার লইতে পারেন। তাহাদেব জন্য পাঠ্যনির্দেশ ও পরীক্ষা গ্ৰহণাদির ব্যবস্থা করিতে অল্পই ব্যয় হইবে। যদি কোন বেসরকারী কালেজ সম্প্রতি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছাড়িয়া না আসিতে চাহেন, তাহা হইলেও সম্প্রতি কালেজ স্থাপনের আবশ্বকতা দেখি না | তবে যদি অধিক ছাত্র পাওয়ার সম্ভাবনা থাকে ও ছাত্রদত্ত বেতনে কলেজের ব্যয়নিববর্শাহের সম্ভাবনা থাকে, তাহা হইলে কালেজ প্রতিষ্ঠা বিবেচনাধীন হইবে। স্বদেশী স্কুলের উত্তীর্ণ ছাত্রদের শিক্ষার ব্যবস্থা সম্বন্ধে প্রশ্ন উঠতে পারে। উহাদের কিয়দংশ technical school il college a NÊER I vietā no cỡIFFtî Ftzīts exstudent রূপে ভক্তি হইয়। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে নিদিষ্ট পাঠ্য বিষয়ে শিক্ষালাভ করিবে। তাহাদের স্বতন্ত্র পরীক্ষার ব্যবস্থা করিতে হইবে মাত্র। (9) te sa farta se otištita s Ervi library, laboratory, museum প্রভৃতির স্থাপনা। তজ্জন্য অধ্যাপক নিয়োগ ও জ্ঞানার্থী ব্যক্তিগণের জন্য বৃত্তির ব্যবস্থা। এই কৰ্ম্ম বহু ব্যয়সাধ্য। আর্থিক অবস্থা বিবেচনায় ক্রমশঃ অগ্রসর হওয়া যাইতে পারে, কিন্তু ইহাকে সর্বপ্রধান লক্ষ্যমধ্যে রাখিতে হইবে । (৪) নিম্ন ও উচ্চ স্তরের ব্যাবহারিক বিজ্ঞান ও শিল্প শিক্ষার ব্যবস্থা। ইহার জন্যও প্রচুর ব্যয় আবশ্যক। এখানেও আর্থিক অবস্থা বিবেচনায়, ক্রমশ অগ্রসর হইতে হইবে । অতএব (১), (৩) ও (৪) এর জন্য আপাতত ব্যয় আবশ্যক। যেরূপ অর্থসংগ্রহের আশা পাওয়া যাইতেছে, তাহাতে এই তিম কার্য্যই আরম্ভ করা যাইতে পারে। শেষকথা সম্প্রতি তিনটা বৃহৎ ব্যাপার আমর। হাতে লইয়াছি। (১) শিল্পশিক্ষা ও শিল্পের ữ#f5R GRI National Fund , (3) Federation Hall ; (v) National University। তিনটা বৃহৎ কাৰ্য্য এক বৃহত্তর কার্য্যের অঙ্গ করিয়া লইতে পারিলে ব্যয়সংক্ষেপ ও শক্তির অপচয়নাশ ঘটতে পারে। National Fund এর সংগৃহীত অর্থ জাতীয় বিদ্যালয়ের ব্যাবহারিক শিল্পশিক্ষার জন্য ব্যয়ে বাধা দেখি না | Fund এর কর্তৃপক্ষ পরামর্শ করিয়া ঐকমত্যে উপস্থিত হইতে পারেন।