পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র בס\ স্বাভাবিক ব্যঞ্জন আছে। প্রত্যেক বগের অস্তগত ধ্বনির মধ্যে আবার অল্পপ্রাণত বা মহাপ্ৰাণত, ঘোষবত্ত৷ বা ঘোষহীনতার ভেদে সেই তাৎপয্যের ইতর বিশেষ হইয়া থাকে। প-বগের বর্ণমধ্যে প ও ফ উভয়েই বায়ুপূর্ণতা বা শূন্তগৰ্ভত স্মরণ করায় ; কিন্তু পর চেয়ে ফর জোর যেন অধিক ; বীর চেয়ে ভর স্থূলতা যেন অধিক। এই স্থূলতার আধিক্যে যাবতীয় ভ-কারাদি শব্দ স্থূলতা মনে আনে, এবং স্থূলতার সহকারী আলস্ত ঔদাস্ত প্রভৃতি মানসিক ধৰ্ম্মও মনে আনে। মূলে যাহা ধ্বস্তাত্মক বা নৈসর্গিক ধ্বনির অনুকৃতিজাত, তাহার অর্থও তাৎপৰ্য্য ক্রমে বিস্তার লাভ করিয়া বাঞ্জনাব দৌড় ক্ৰমে বাড়িয়া যায়। বহু দৃষ্টান্ত সঙ্কলন করিয়া আমার বক্তব্য বঝাইবার চেষ্টা কবিয়াছি। আমি যে সকল দৃষ্টান্ত সঙ্কলন করিয়াছি, তাহাদের অনেকেৰ হয়ত সংস্কৃত ভাষা হইতে মূল আকর্ষণ করা যাইতে পারে। ধ্বনি-বিচার প্রবন্ধ যখন লিখিয়াছিলাম, তখন বন্ধুবর ত্রীযুক্ত যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি মহাশয়ের অপূৰ্ব্ব শব্দকোষের রচনা আরব্ধ হয় নাই। যোগেশবাব, সংস্কৃত মূলাকর্ষণের পক্ষপাতী , তিনি তাহার শব্দকোষে এই শ্রেণীর যাবতীয় শব্দের সংস্কৃত মূল আকর্ষণে চেষ্টা কবিয়াছেন , আমার সহিত পত্রব্যবহারেও তিনি সেই পক্ষপাত পবিতাশ করেন নাই। কিন্তু এ বিষয়ে আমি তাহার সহিত একমত হইতে পারি নাই । ইংরেজী ভাষাতত্ত্বে আমার কিছু মাত্র বিদ্যা নাই। ইংবেঙ্গী ভাষাতত্ত্বস্তু পণ্ডিতের এ বিষয়ে কিরূপ আলোচনা করিয়াছেন, তাহার আমি কোন গোজ বাথি না । সম্প্রতি হেনবি ব্রাডলি-প্রণীত The Making of English ( Macmillan, 1916 ) নামে একখানি পুস্তক হঠাৎ আমাৰ হাতে পড়িয়াছিল ; তাহাতে দেখিলাম, এ সম্পকে কিছু আলোচনা আছে। গ্রন্থকাব Root-creation বা ধাতু-স্থষ্টি প্রকরণে ধ্বনিমূলক শব্দেব প্রসঙ্গ তুলিয়াছেন , নিম্নের উক্তিগুলি প্রণিধানযোগ্য। “The sound of a word may suggest “symbolically’ a particular kind of movement or a particular shape of an object. We often feel that a word has a peculiar natural fitness for expressing its meaning, though it is not always possible to tell why we have this feeling. Quite often the sound of a word has a real intrinsic significance ; for instance, a word with a long vowel, which we naturally utter slowly, suggests the idea of slow movement. A repetition of the same consonant suggests a repetition of movement. Sequences of consonants which are harsh to the ear, or involve difficult muscular effort in utterance, are felt to be appropriate in words descriptive of harsh or violent movement.” (pp. 156-57.) Sogotá off দৃষ্টান্ত সংগ্ৰহ করিতে পারেন নাই। বাঙ্গালী ভাষা হইতে আমি প্রচুর দৃষ্টান্ত সঙ্কলন করিয়াছি। এ বিষয়ে বাঙ্গাল ভাষার দৌড় বোধ করি, ইংরেজীর চেয়ে অনেক বেশী । বঙ্গীয়-সাহিত্য-পরিষদের পরিভাষা-সমিতিতে কয়েক বৎসর পরিশ্রম করিয়া আমি বুঝিয়াছি যে, কাগজ কলম হাতে লইয়া কোন একটা বিজ্ঞান-বিদ্যার পরিভাষা গড়িয়া তোলা বৃথা পরিএম। সুচারু পারিভাষিক শব্দের স্মৃষ্টি বৈজ্ঞানিক গ্রন্থের রচনাকৰ্ত্তার এবং অনুবাদকের হাতে । তবে প্রাচীন সাহিত্যে যে সকল শব্দের প্রয়োগ আছে, অথবা আধুনিক সাহিত্যে পূৰ্ব্ববৰ্ত্তী লেখকেরা যে সকল শব্দ প্রয়োগ করিয়াছেন, তাহার তালিকা করিয়া দিলে এ-কালের লেখকদের কতকটা সাহায্য হইতে পারে। এই মনে করিয়া আমি বৈদিক সাহিত্য হইতে কতকগুলি পারিভাষিক শব্দের সঙ্কলন করিয়াছিলাম, এবং ব্রেটন সাহেবের ও মাক সাহেবের বহি হইতে যে তালিকা পাইয়াছিলাম, তাহা পরিষৎ-পত্রিকায় প্রকাশ করি। সাহেবদের শব্দগুলিতে কাজ যতটা না হউক, কৌতুক অনেকটা পাওয়া যাইবে। এতদৰ্থে আজিকার বাজারের কাগজের দাম যোগাইয়াও সেই তালিকাগুলি গ্রন্থস্থ করিলাম। রাসায়নিক পরিভাষা প্রবন্ধের শেষে রসায়ন শাস্ত্রের কতকটা পূর্ণাঙ্গ পরিভাষা সঙ্কলন করিয়া পরিষৎ-পত্রিকায় প্রকাশ করিয়াছিলাম ; তাহ এখন প্রকাশের যোগ্য বোধ করিলাম না । কলিকাতা ১লা বৈশাখ, ১৩২৪ শ্রীরামেন্দ্রসুন্দর ত্রিবেদী