পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ve8 রামেজন্বন্দর রচনাসমগ্র স্বপ্ন দেখিয়াছিলেন। কিন্তু জাৰ্ম্মান রাষ্ট্রপতিগণের একতা সাধনে সমর্থ হন নাই। নেপোলিয়ন বোনাপার্টির অভু্যদয়ে রোম সাম্রাজ্যের নাম পৰ্য্যন্ত লুপ্ত হইল ; কিন্তু সেই ফরাসী সংঘর্ষের তুমুল বিপংপাতও জাৰ্ম্মানির একত। সাধনে সমর্থ হয় নাই। একতা সাধিত হয় নাই বটে, কিন্তু জাৰ্ম্মান জাতির স্বাতন্ত্র্য রক্ষার জন্য এই একতাবন্ধনের আবশ্যকতা প্রতিপন্ন হইয়াছিল। নুতন হষ্ট জাৰ্ম্মান-সাহিত্য ও জাৰ্ম্মান-দর্শন, ও জাৰ্ম্মান-বিজ্ঞান, এই একতা লাভের জন্য জাৰ্ম্মান-রাষ্ট্র সকলকে একস্বর আহবান করিতেছিল। হাকৃসবর্গ বংশধর রোম সম্রাটের উপাধির মায়া কাটাইয়া অক্সিয়-সম্রাট রূপে জাৰ্ম্মান রাষ্ট্রপতিগণের উপর নাম মাত্র প্রাধান্তে তৃপ্ত রহিলেন । কিন্তু সেই প্রাধান্য পরিচালনায় তাহার শক্তি ছিল না। সহস৷ উদ্ধত প্রশিয়া রাজ্য বিসমার্কেব মন্ত্রণশিক্তিতে পরিচালিত হইয়া অস্থিয়াপতিকে জাৰ্ম্মান রাষ্ট্রতন্ত্র হইতে নিম্বাসিত করিয়া দিল ; এবং তৃতীয নেপোলিয়নের অদূরদর্শিতার ফলে ফরাসী বিগ্রহেব সুযোগ আশ্রয়ে জাৰ্ম্মান রাষ্ট্রসমূহের নেতৃত্ব গ্রহণ করিয়া জাৰ্ম্মান নেশনের স্বষ্টি করিল। এই বিস্ময়কর ঘটনার পর সংহত জাৰ্ম্মান নেশন ইউবোপ খণ্ডে উন্নত মস্তক তুলিয়া দণ্ডায়মান হইয়াছে ; এবং ধরাপৃষ্ঠে আপনার প্রভূত্ব বিস্তাবের চেষ্টা করিয়া দপের সহিত জাৰ্ম্মান নেশনের মাহাত্ম্য ঘোষণা করিতেছে। জাতিগত, ভাষাগত ও আচারগত একতায় ধৰ্ম্মগত অনৈক্য লোপ করিয়াছে। এবং স্বার্থের ঐক্য ও ফরাসীবিদ্বেষের সাধারণ ঐক্য স্বরক্ষিত দুৰ্ভেদ্য দুর্গপ্রাকার নিৰ্ম্মাণ করিয়া নৈসর্গিক সীমান্তরেখার অভাব মোচন করিয়াছে। ধৰ্ম্মগত, জাতিগত, আচারগত ও ভাষাগত একতা নেশন বন্ধনে সাহায্য করে, সন্দেহ নাই। ব্রিটিশ ও ফরাসী ও জাৰ্ম্মান জাতির নেশন-বন্ধনে এই একতা সাহায্য করিয়াছে। অস্বিয় রাজ্য জাৰ্ম্মান রাষ্ট্রসমূহ হইতে বিচ্ছিন্ন হইয়াও মুখ্যত এই ঐক্যের অভাবেই নেশনে পরিণত হইতে পারে নাই। অস্থিয়া রাজ্যে জাৰ্ম্মান ও শ্লাব ও তুৰাণিক, তিন বিভিন্ন জাতির নিবাস। তাহাদের মধ্যে শেfণতের ভেদের সঙ্গে ভাষাভেদ, ধৰ্ম্মভেদ, আচারভেদ পর্য্যস্ত বৰ্ত্তমান। সেই জন্য এই বিভিন্ন জাতি জমাট বাধিয়া একটা পরাক্রান্ত নেশনে পরিণত হইতে পারিতেছে না ; এবং এই অনৈক্যজাত দুৰ্ব্বলতার জন্যই অগ্নিয়াপতি প্রাচীন ঐতিহাসিক বিশ্রুতি সত্ত্বেও জাৰ্ম্মান জাতির নেতৃত্বপদ হইতে বহু শত বৎসর পরে পরিভ্রষ্ট হইয়াছেন। ভাষাগত ও আচারগত ও ধৰ্ম্মগত ও কিয়ৎপরিমাণে জাতিগত ঐক্য ছিল বলিয়াই বিবিধ প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রপতির দ্বন্দ্বক্ষেত্র ইতালি ভূমিতেও এতদিনে নেশনের প্রতিষ্ঠা সম্ভব হইয়াছে। কিন্তু সকল একতা ছাড়িয়। স্বার্থগত একতা। ইংরাজ জাতি স্কচ ও ওয়েলসের ভাষাভেদ ও জাতিভেদ সবে উহাদের সহিত একত্রে মিশিয়া নেশনে পরিণত হইয়াছে। তাহার কারণ, স্কচের স্বার্থ ও ওয়েসসের স্বার্থ সম্প্রতি ইংরাজের স্বার্থের সহিত অভিন্ন। জাৰ্ম্মান রাষ্ট্রসমূহ যে এত কালে বিসংবাদ ভুলিয়া একতাবন্ধনে বন্ধ হইয়াছে, তাহার মূলে সেই রাষ্ট্রীয় স্বার্থ—ফরাসীর আক্রমণ হইতে আত্মরক্ষার প্রবৃত্তি। ইতালির -নেশনত্ব প্রাপ্তির মূলেও সেই শক্র হইতে আত্মরক্ষণরূপ সাধারণ স্বাধ বিদ্যমান। এই রাষ্ট্ৰীয় স্বার্থের ও সাধারণ স্বার্থের একতা অন্যবিধ অনৈক্যকে পরাভূত