পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নানাকথা : রাষ্ট্র ও নেশন, VNe& পরাভূত করিয়াছে। জাৰ্ম্মানির নিকট পরাভবে সাধারণ স্বার্থে আঘাত পাইয়া ফরাসী জাতির নেশনত্ব আরও দৃঢ়বদ্ধ হইয়াছে। ইংরাজের সহিত বাণিজ্য-প্রতিদ্বন্দ্বিতার সংঘর্ষে জাৰ্ম্মান জাতির সাধারণ স্বার্থে আঘাত সম্ভাবনীয় জাৰ্ম্মান জাতির নেশনত্ব ক্রমেই সংহত হইতেছে। এই সাধারণ রাষ্ট্রীয় স্বার্থের একতায় সকল বিভেদকে ডুবাইয়া দিয়া নেশনের স্বষ্টি করে । , এই রাষ্ট্রীয় একতাই সৰ্ব্ববিধ অনৈক্যকে বিনষ্ট করিবার চেষ্টা করে বলিয়া ব্রিটিশ দ্বীপের অধিবাসী মাত্রেই আজি তুল্য রাজনৈতিক ক্ষমতার অধিকারী হইয়াছে ও সকলেই আপনাকে ব্রিটিশ নেশনের অঙ্গীভূত জানিয়া গৌরব বোধ করিতেছে। এই কারণেই আমরা ভারতজাত পাসাঁকে ইংরাজের প্রতিনিধিরূপে পালামেটে দেখিতে পাইয়াছ । এই কারণেই ইহুদীর হস্তে ব্রিটিশ সাম্রাজ্যের শাসনদণ্ডের পরিচালনা দেখিয়া আমরা বিস্মিত হই নাই ; ইহুদী বল, আর পাস্ট বল, আর খ্ৰীঃান বল, আর মুসলমান বল, জাতি-বর্ণ-নিবিবশেষে ব্রিটিশ রাজার ব্রিটনবাসী প্রজা মাএই প্রকাণ্ড ব্রিটিশ নেশনের অঙ্গীভূত ও সেই ব্রিটিশ নেশনের মাহাত্ম্য রক্ষায় যত্নশীল। ধৰ্ম্মগত, ভাষাগত, জাতিগত ঐক্য নেশন বন্ধনে আন্তকুল্য করে। এইখানেই নেশনরুপ মহাবৃক্ষের অস্কুরোগমের বীজ। ইহার উপর রাষ্ট্রীয় স্বার্থের ঐক্য থাকিলে সেই মহাবৃক্ষ সতেজে পুষ্টি লাভ করে ও বৃদ্ধি লাভ করে। স্বার্থের ঐক্য অন্যান্য বিষয়ে সামান্য অনৈক্যকে নষ্ট করিয়া নেশন শরীর গড়িয়া তুলে। আর যেখানে রাষ্ট্রীয় স্বার্থের আকর্ষণ, ধৰ্ম্মগত বা আচারগত বা ভাষাগত অনৈক্যের বিকর্ষণে পরাভূত হয়, সেখানে নেশনের উৎপত্তি ঘটে না। কিন্তু কেবল স্বার্থরক্ষায় সমর্থ হইলেই নেশন হয় না। বৰ্ত্তমান কালে রুশিয়ার মত স্বার্থরক্ষণে সমর্থ মহারাষ্ট্র কোথায় ? কিন্তু রুশিয়া মহারাষ্ট্র মাত্র ; রুশিয়ায় নেশন, নাই। নেশন, নাই ; কেন না, এখানে রাজশক্তি প্রজাশক্তি হইতে বিচ্ছিন্ন। দোর্দণ্ড রাজশক্তি প্রজাশক্তিকে সংযত ও নিয়মিত করে ; কিন্তু প্রজাশক্তির উপর উহার প্রতিষ্ঠা নাই। রাজা ও প্রজা জনসমাজের দুই প্রধান অঙ্গ ; যেখানে দুই অঙ্গের বিচ্ছেদ, যখন একের ব্যথায় অন্যে কাতর হয় না, যখন একে আঘাত পাইলে অন্যে সাড়া দেয় না, সেখানে নেশন শরীর বর্তমান নাই । ভারতবর্ষের প্রাচীন ইতিহাসে খণ্ড রাষ্ট্রের অস্তিত্ব দেখা যায়। কিন্তু সেই সকল রাষ্ট্রের মধ্যে একটা সমবেদনার আত্মীয় বন্ধন ছিল না। ভারতব্যাপী মহারাষ্ট্র স্থাপনের অনেকবার চেষ্টা হুইয়াছিল, কিন্তু উহা স্থায়ী হয় নাই। ভারতবর্ষে মহারাষ্ট্র ত ছিল না ; আবার নেশন ও ছিল না ; কেন না, রাজশক্তির সহিত প্রজাশক্তির কোনরূপ স্বার্থসম্বন্ধ ছিল না। রাজশক্তির অভু্যদয়ে বা পরাভবে প্রজাশক্তি চিরদিনই উদাসীন ছিল। কাজেই ভারতবর্ষব্যাপী মহারাষ্ট্রও ছিল না, ভারতব্যাপী নেশন ও ছিল না। সম্প্রীত ভারতব্যাপী মহারাষ্ট্র স্থাপিত হইয়াছে। ইংরাজ সাম্রাজ্যপতির ছত্রতলে ব্রিটিশ প্রজা ও ব্রিটিশ সম্রাটের সামন্ত ভূপতিগণ আশ্রয় লাভ করিয়া মহারাষ্ট্রের স্বজন করিয়ছে রুশিয়া সম্রাট, দূর হইতে ইহার ঐশ্বৰ্য্যের প্রতি লুক্কলেজে