পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৪৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাধি ও প্রতিকার 8 - গবর্মেন্টের সর্বগ্রাসী শক্তি সহস্ৰ বাহু প্রসারণ করিয়া নগরে, গ্রামে, গৃহকোণে, সৰ্ব্বত্র, যেখানে আমাদের যাহ। কিছু স্বাধিকার ছিল, সমস্তই করতলগ্রন্স করিড়েছে g BBBB BBBBS BBBS BBBBB BBBB BBB BBBBB BBBS B KBBB BBBBBS BBBB BBB BBB BBS BBB BBBB BBBB ভয়াবহ সত্য | কথা হইতেছে, এ স্থলে আমাদের কৰ্ত্তব্য কি ? বর্তমান কালে আমাদের যে, কোন কাজ নাই, চহা বলা আমার উদেখা নহে ; এখনও অনেক কাজ আমাদের কৰ্ত্তব্য রহিয়াছে, সেখানে সরকারী হস্ত এখন ও প্রসারিত হয় নাই । সে সকল কাজ আমরা এখন ৪ কিছু দিন স্বাধীনভাবে করিতে পাবি। আর বাস্তবিকই আমর। কৰ্ত্তব্য কৰ্ম্মে নিতান্ত পরা মুখ হইয়াও কিছুষ্ট যে করিতেছি না, এমন নহে। দেশের বিশালতায় দৃষ্টি রিলে এখন ও বোধ হয় প্রতিপন্ন হইবে যে, গবর্মেন্ট আমাদের বৃহৎ সমাজতন্ত্রের যতটুকু কাজ চালাইতেছেন, দেশের লোকের সমলেত শক্তি তার চেয়ে বহু গুণ কাজ চালাইতেছে । কিন্তু প্রত্যেক গ্রামে যেরূপ ভাবে চৌকিদার, দফাদার ও পঞ্চায়েত প্রেসিডেটের পাহার বসিতে চলিল, তাগাতে এই কৰ্ম্মক্ষমতাটুকু আর কত দিন থাকিবে, তাহা চিন্তনীয় হইয়া পড়িয়াছে । পুলিশ দাপোগার সঙ্গে ইস্কুলের দরোগ যখন প্রত্যেক গৃহস্থের ঘরের উপর প্রভুত্ব চালাইবে, তখন আমাদের কি গতি ইষ্টবে, ত্ iহ চিন্তনীয় । বলা বাহুল্য যে, ভবিষ্যতের ভাবনায় আজি হইতে জড়ত্ব ও নিশ্চেষ্টতা আশয় করিতে আমি বলিতেছি না। কিন্তু যে প্রসঙ্গ আজ বিচাবাধীন, তাহাতে ভবিষ্যতের ভাবণ একেবারে ত্যাগ করিলে চলিবে না। আজ না হয়, আমাদের অনেক বিসয়ে স্বাধীনত । আছে এবং আজিও আমরা তৎপর হইয়া, কাহার ও মুখাপেক্ষ না করিয়৷ অনেক কাজ স্বহস্তে গ্রহণ করিতে পfরে ; কিন্তু দুই দিন পরে যখন গধর্মেটের বৃত্তি ও প্রসাদের লোভে আমাদের স্বদেশীরাই প্রত্যেক কাজে আমাণের পথ আগিলাইয়। দাড়াইবেন ও তাহীদের পশ্চাতে পিউনিটিপ পুলিশ ও গুর্থ সৈন্য লাঠি ও সঙ্গন উচাইয়। দাড়াইবে, তপন আমরা কি করিব ? দয়াময় সবকার বাহাদুরের এই অযাচিত অল্প গ্রহ বিতরণ আমরা থামাইল কিরূপে ? আমাদের ব্যাধি যাহা, তাহ নিৰ্ণীত হইয়াছে ; সকলে বুঝিতে না পারেন, অনেকেই বুঝিয়াছেন। কিন্তু প্রতিকারের উপায় এখনও শুনির্দিষ্ট হইয়াছে, বলিতে পার না । এক এক সময় শেষ ভাবিয়া, হাল ছাডিয়া দিয়া হতাশ হইয় পড়িতে হয় । আমার কিন্তু মনে হয় যে, সম্পূর্ণ হতাশ ন হইলেও চলে। আমাদের নামে নানা অপবাদ প্রচলিত আছে । আমাদের মধ্যে যে কোন পিজ্ঞ ব্যক্তি স্বজাতির সঙ্গন্ধে প্রবন্ধ লিখিবার জন্য কলম ধরেন, তিনিষ্ট স্বজাতির ভীরুতা, কাপুরুষতা ও চরিত্রহীনতার উল্লেখ করিয়া এক পশল গালিবৃষ্টি করিয়া আরম্ভ করেন ; ধেন তাহার স্বয়ং ঐ সকল দোষ হইতে একেবারে বিমুক্ত। এই সকল নিষ্কলঙ্ক তারাপতির আলোকবিতরণ হইতে বিধাতা আমাদিগকে রক্ষা করুন। অন্য দেশের লোকের তুলনায় আমরা যে একেবারে হীন মহন্যত্বরহিত, ইহা স্বীকারে আমি কুষ্ঠিত। সর্তানিষ্ঠ, ন্যায়পরত হিতকারিতা, এমন কি, স্বাৰ্থত্যাগে আমরা যে অন্য দেশের লোকের তুলনায় অধম, তাহারও নিঃসংশয় প্রমাণ আমি পাই নাই। পরিবারের প্রতি,