পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শব্বকথা ধবনিবিচার tఫో কথা বলিতে পারি না, কিন্তু ঢপ ঢ পে, ঢ ব ঢেবে দ্রব্য নিস্তেজ, তাহাতে সন্দেহ নাই। ঢ প শব্যে প্রণাম, কিন্তু জোরে কঠিন মাটিতে মাথা ঠুকিয়া প্রণাম । ল’য়ের কোমলতা ঢ’য়ে তারল্য ভাব দেয় ; ঢ ল ঢলে জিনিস ঢ t লি তে পার৷ যায়। ঢালু জায়গায় ঢালে র দিকে তরল দ্রব্য চলি য় পড়ে বা ঢ ল । যায়। কলঙ্কের কাহিনী গাঢ় তরল রসের মত চারি দিকে ঢ ল ৷ ই য় ৷ পডিয়া ঢ লা নিতে পরিণত হয়। তন্দ্রাগত ব্যক্তির ঢু লু ঢু লু আঁখিতে তারল্যের সহিত আলস্যের ভাব মিশ্রিত । এই জন্যই শিথিল ও তরল দ্রব্যের নামান্তর ঢি ল 1 । কপালে ঢু দেওয়া ও ঢু সে দেওয়া তুলামূল্য ; ঐ আঘাতও মোটা আঘাত। অকৰ্ম্ম৷ লোকে যেমন মিছা কাজে টে। টে। করিয়া বেড়ায়, তেমনি ঢু ঢু করিয়া ঢু রিয় ! বেড়ায়। ঢি পে ন ও েঢ কা ন ক্রিয়া মোট মাতুষের উপর প্রযোজ্য। ধাক্কার সঙ্গে ঢে t ক র বোধ হয় সম্পর্ক আছে ; যেখানে ফাক, অবকাশ বা শূন্তত আছে, সেইখানেই ঢু কি তে পারা যায়, এই হিসাবে ইহার সহিত শূন্ততারও সম্পর্ক আছে। চামরের েদা ল ন কি স্থূলত্ব পাইয়া ঢো লা ন হয় ? চ-বগ—চ রামাভিষেকে যে হেমঘট তরুণীর কক্ষচ্যুত হইয়াছিল, কেহ কেহ বলেন, উহা সোপান হইতে পড়িবার সময় ঠননং ঠঠং ঠং ঠননং ঠঠং শব্দ করিয়া শেষে ছঃ শব্দ করিয়াছিল। এই ছ; শব হেমঘটের জলে পতনের শব্দ ; উহাতে ঘটের সহিত তরল জলের স্পৰ্শ-ঘটনা স্বচনা করিতেছে। চ-বর্গের ধ্বনির লক্ষণই তারল্য। প-বর্গের সহিত যেমন বায়ুর, ত-বর্গের সহিত যেমন কোমলের, ট-বর্গের সহিত যেমন কঠিন পদার্থের সম্পর্ক, চ-বর্গের সহিত তেমনি তরল পদার্থের সম্পর্ক। স্বভাবজাত চি চি শব্দে এই তালব্য ধ্বনির প্রথম পরিচয় পাওয়া যায়। চি চি হইতে চণী ও কা র (সংস্কৃত ), র্চে চান, চেচা মে চি প্রভৃতি আসিয়াছে । তরল জল চে । য়া ন র সময় র্চে । চে । শব্দ হয়। চে tয় ৷ ঢেকুরে বোধ করি চোয়ান দ্রব্যের গন্ধ থাকে। তপ্ত কটাহে গরম জল বা তেল চু চু করে। চি চি শব্দ করে বলিয়া কি পার্থীর নাম চি ল ? উপরন্তু অল্পপ্রাণ ক্ষণস্থায়ী চ-ধ্বনি একটা ক্ষণস্থায়িত্ব ও আকস্মিকত্ব স্থচনা করে। চে । চে । শব্দে একটা তীক্ষ্ণতা আছে, উহা কানে যেন আঘাত করে। অল্পপ্রাণ বর্ণে অনুনাসিক বর্ণযোগে এই তীক্ষতা আনে। চ ন চ ন, চি ন চি ন প্রভৃতি শবে সেই তীক্ষত স্পষ্ট ; কাটা ঘায়ে মুনের ছিটায় যে বেদন হয়, উহা চি ন চি ন বেদনা ; রৌদ্র যখন তীক্ষ ছুরির মত আঘাত দেয়, তখন উহাও চ ন চ নে বা চি ন চি নে হয়। চু মে । (সংস্কৃত চুম্ব ন ) কি চু শব্দের অমুকুতিজাত ? চু মে া র সহিত চুম কুরি র সম্পর্ক স্বীকাৰ্য্য। মূৰ্দ্ধন্য বর্ণের যোগে কাঠিন্য বা কার্কত পাইলে উহা চ র চর, চি র চি র চুর চুর, চি ড় চি ড়, চিড়ি র বিড়ি র প্রভৃতি কঠোর বেদনাজনক শব্দে পরিণত হয়। চ চড়ি নামক পদার্থের রান্নার কি চ র চ র ধ্বনি জন্মে ? চিম টি কাটার তীব্র বেদনা প্রসিদ্ধ। লোহার চি ম টা যন্ত্র জিনিসকে চি ম টি য় {