পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শবাকথা : ধবনি-বিচার ჯy% গিলিবার কালীন কেঁ " ত শব্দের সহিত সংস্কৃত কু স্থ নে র সম্পর্ক থাকিতে পারে। কেঁ । ত ক ! শব্দ বোধ হয় ঐ ধাতু হইতে উৎপন্ন। সংস্কৃত কুৰ্দ্দন বা কে শব্দের সহিত ঐরুপ আক্ষেপের সম্পর্ক আছে কি ? ক ল কল, কুল কুল চঞ্চল জলপ্রবাহের ধ্বনি । কালিন্দী-জলের কল্পে । লে যে কে ল শ হ ল উৎপন্ন হইত, তাহাতে শ্ৰীকৃষ্ণ হইতে শ্ৰীক্লষ্ণের ভক্ত পর্য্যন্ত কুতুহলী ছিলেন ও আছেন। সংস্কৃত নাটকের নেপথ্যে ক ল ক ল ধ্বনির সহিত বাঙ্গাল কি ল কি ল ও সংস্কৃত কি ল কি ল ।া র সম্পর্ক আছে। কি ল বি ল কি ল বি লে র ই অনুরূপ ; অধিক জনতায় কি ল কি ল শব্দ হয় ; মানুষগুলাও সেখানে কি ল বি ল করে। ‘কোট কোটি কান কোটারির কি লিবি লি,—এখানে কান কোটারির বাহুল্য বুঝাইতেছে। ক ল ধ্বনির মাধুৰ্য্য কালিন্দী-জলের কল্পে লে র মধুরতার সমান। পাখীর ক ক লিও ঐরূপ মধুর। কে কি লে র কৃজন ত মধুর বটেই । কুল লে করিবার সময় মুখের ভিতর জল কু ল কু ল করে। চঞ্চল আন্দোলনপরতা হইতে কি শূপের বাঙ্গালা নাম কু লে 1 ? অল্প প্রাণ প-বর্ণ ক’য়ের পরে বসিয়া উহার দ্রুতগতিকে দ্রুততর করিয়৷ তোলে। ক প ক’রে, ক পক প ক’রে, কু পকা প ক’রে খাওয়াতেই তাহার পরিচয় । ক প ক’রে কে ন প দিয়া এক কে t পে কাটার নাম কো পা ন । দন্ত্য বর্ণের যোগে যেমন কোমলতা বুঝায়, মূৰ্দ্ধন্য যোগে তেমনই কাঠিন্য আনে। লোহার তার ক টু শব্দে ছিাড়য়া বা কাটিয়া যায়। ইদুর তাহার ছোট শক্ত ধারাল দীতে যখন কাঠ কাটে, তখন কুট কু ট, কুট কাট, কুটুর কুটুর, কুটুর কাটুর শব্দ হয় ; ধারাল দাতের তীক্ষতাও ঐ কুট কুট ধ্বনিতে প্রকাশ করে। পিপীড়ায় কুট করিয়া কামড়ায়, এখানে বস্তুতঃ কোন শব্দ হয় না ; কামড়ের তীক্ষ বেদন বুঝাইতে এখানে কু ট শব্যের প্রয়োগ। গায়ে বিছুটি লাগিলে গা কুট কুট করে, উহাও সেই বেদনার তীক্ষতার পরিচয় দেয়। কুট কুট কামড়ের প্রকারভেদ কুটু শ ক টু শ কামড় । স্নায়বিক বেদনায় কটক টা নি যন্ত্রণা জন্মে। ক টের বিকার ক টাং এবং ক টা স। সরু তার দিয়া আঙ্গুল বঁাধিলে উহা কট করিয়া কাটিয়া বসিয়া কট কটা নি জন্মায় ; সরু অথচ কঠিন দ্রব্যকে ক টক টে বলে। সংস্কৃত ক টু আস্বাদের কটু ত্ব কি সেইরূপ কোন বেদনাজ্ঞাপক ? কঠিন ব্রত পালনের নাম ক ট কি ন । কো টা ( কুট্রন ), —যথা চিড়ে কোটা,—এই ক্রিয়ার নাম কি টেকিযন্ত্রের অবয়বের কাঠিন্যজ্ঞাপক ? কা ঠে র ( কাষ্ঠের ) ঠকার উহার কাঠন্য জ্ঞাপন করে না, তাহা কিরূপে জানিব ? তাই যদি হয়, তবে কাঠ, ক ঠে । র, কঠিন, কুঠার, কঠি নী, ক টা হ প্রভৃতি সংস্কৃত শব্দগুলির অন্তর্গত মূৰ্দ্ধন্য ধ্বনি উহাদের কাঠিন্য স্বচনা নিশ্চয় করিতেছে। কঠিনার্থক ক ডু , কড়ি, কাঠি, কুড়, ল, ক টিং প্রভৃতি শব্দ সংস্কৃতমূলক হইলেও এই হিসাবে কাঠিন্যব্যঞ্জক হয়। এমন কি, কৃ ট ও কুটি ল, কে টি র ও ক্রু র প্রভৃতি শব্দেও সন্দেহ আসিয় পড়ে। সংস্কৃত ক্ল ২ ধাতু-বাহার অর্থ ক ট। এবং বাহা হইতে بدم