পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কারক-প্রকরণ বাঙ্গালা ব্যাকরণের কারক-প্রকরণে নানা গণ্ডগোল আছে । সাধারণতঃ ইংরেজী ও সংস্কৃত ব্যাকরণের রীতি একত্র মিশাইয় যে কারক-প্রকরণ রচিত হয়, তাহা অযুক্ত ও অসঙ্গত । বাঙ্গালী ভাষার প্রকৃতি ও প্রয়োগরীতি নিৰ্দ্ধারণ করিয়া কারক-প্রকরণের সংস্কার আবশ্লাক । মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় ‘সাহিত্য-পরিষৎ-পত্রিকা’র অষ্টম ভাগের প্রথম সংখ্যায় দেখাইয়াছিলেন যে, ইংরেজী case ও সংস্কৃত কারকের তাৎপর্য্য সমান নহে। ইংরেজী ব্যাকরণের case অর্থে বিশেষ পদের অবস্থা ; সংস্কৃত ব্যাকরণের কারক ক্রিয়ার সহিত অন্বিত বা সম্বন্ধযুক্ত। ক্রিয়ার সহিত যাহার অন্বয় নাই, তাহ সংস্কৃত ব্যাকরণের হিসাবে কারক-লক্ষণযুক্ত হইতে পারে না। যেমন, “ভামো গদাঘাতেন দুর্য্যোধনস্ত উক বভঞ্জ”--এ স্থলে ভাঙ্গ ক্রিয়ার কৰ্ত্তা ভীম, কৰ্ম্ম উরু, আর করণ গদাঘাত ; তিনেরই সহিত ক্রিয়ার অন্বয় আছে। দুর্য্যোধনের উরুর সহিত সেই ভাঙ্গ ক্রিয়ার সম্পক আছে, কিন্তু দুর্য্যেধনের সহিত সে ক্রিয়ার সম্পক নাই ; দুৰ্য্যোধনের সহিত সম্পক তাহার উরুর । কাজেই দুৰ্য্যোধন খোড়া হইলেন বটে, কিন্তু বৈয়াকরণের নিকট তিনি কারকত্ব পাইলেন না, তিনি সম্বন্ধে ষষ্ঠী বিভক্তিযুক্ত হইয়াই পড়িয়া থাকিলেন । কিন্তু ঐ বাক্যের ইংরেজী অনুবাদে ভীমের nominative, Woo objective & দুৰ্য্যোধনের & possessive case, Con Ti, छेक्न দুইট র্তাহারই সম্পত্তি। আবার ঐ বাক্যটিকে বাচ্যাস্তরিত করিয়া কৰ্ম্মবাচ্যে লইয়া গেলে ভীম প্রথম বিভক্তি ত্যাগ করিয়া তৃতীয়া বিভক্তি গ্রহণ করেন, কিন্তু সংস্কৃত ব্যাকরণের মতে তাহাতে তাহার কর্তৃত্ব যায় না। আর দুৰ্য্যোধনের উরু দ্বিতীয় বিভক্তি ত্যাগ কারয়া প্রথমাস্ত হইয়া পড়লেও কৰ্ম্মকারকই থাকে। ইংরেজীতে কিন্তু অন্যরূপ ; Bhim broke his legs, “ofo” Wosto isoH of objective; fos his legs were broken by Bhim, or of T offti Niš Čfoto oil দুখান একেবারে nominativeএর দশায় পড়ে। বুঝা গেল, সংস্কৃত ব্যাকরণের কারক অর্থগত, কিন্তু ইংরেজীর case বাক্যমধ্যে স্থানগত ও অবস্থাগত। ংস্কৃতে বিভাক্তর সংখ্যা সাতটি, তন্মধ্যে ছয়টি কারকে ছয়টি বিভক্তি নিজস্ব করিয়া রাখয়াছে, আর সম্বন্ধ বুঝাইবার জন্য ষষ্ঠ বিভক্তিটি নিদিষ্ট রহিয়াছে। ইংরেজীতে এতগুলি বিভক্তি নাই। কৰ্ত্তার বিভক্তি-চিহ্ন নাই ; কৰ্ম্মের বিভক্তি-চিহ্ন আছে, কেবল সর্বনাম মাএ ; বিশেষ পদ কৰ্ম্মে বিভক্তি গ্রহণ করে না ; উহার বাক্য মধ্যে অবস্থান দেখয়া কৰ্ম্মত্ব নিরূপণ করিতে হয়। এক possessive caseএর বিভক্তিচিহ্ন রহয়াছে। কারণ, অপাদান, অধিকরণ ইত্যাদি স্থলে পদের পূর্বে preposition ** * *ētl & "in slå in Luc objective case governed by this preposition. ŵšč3{sïCŵ Wf&R objective case, wfal cŵR WfCW ক্রিয়ার সহিত