পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামেন্দ্রস্বন্দর রচনাসমগ্র "ליל পত্ৰমিদম,”—শ্ৰী'র পরিবর্তে ফাকে দাতাব বা গ্রহীতার নামটা বসাইয়া দিলেই চলিবে। এইরূপে দ t স ক স্য, দ ও ক স্য, ভূ তি ক স্য প্রভৃতি সৰ্ব্বসাধারণের নামের সাধারণ অংশ 'ক স্ত’টুকু স্বতন্ত্র ও স্বাধীন হইয়া একালের দলিলে পত্রে বিরাজ করিতেছে। কে, ক র প্রভৃতি বাঙ্গাল বিভক্তির মূল যাহাই হউক, প্রাচীন বাঙ্গালায় উহাদের আরও সংক্ষিপ্ত আকার দেখা যায়। যথা—অ + ম -ক, েতা মা-ক, মে -ক, েত -ক স ব -ক, আ প ন -ক ; অ ! ম -ক র, মে -কর, সব -ক র ; ইত্যাদি । অধিকরণের বিভক্তি-চিহ্ন তে, –ইহারও মূল যাহাই হউক, প্রাচীন বাঙ্গুলায় উহ সংক্ষিপ্ত আকাবে ত-রূপে বর্তমান, তাহার ভূরি দুষ্টান্ত আছে ; যথা—এগলা ম -ত, তো ম -ত, জ লে-ত, নৌ ক 1-ত। যত্র, তত্র, কুত্র প্রভৃতি সংস্কৃত পদের ত্র’টুকুই কি শেষ পর্য্যন্ত বাঙ্গালা ত'য়ে দাড়াইয়াছে ? বাঙ্গালা এ’ বিভক্তি আর য়’ বিভক্তি যে একই, তাহাতে সন্দেহ নাই। আজি কালি আমরা যেখানে লিখি আমা-য়, তোমা-য়, প্রাচীনের সেখানে লিখিতেন আম-এ, তোমা-এ । বাঙ্গালা বিভক্তি-চিহ্নগুলি কাটিয়া ছাটিয়া শেষ পর্য্যন্ত ক, ত, র, এ ( =য় ), আ এবং দি, এই ছয়টির অধিক অবশিষ্ট থাকে না । দেখা যাউক :– অামা-এ = আম-য় = আমায় তোমা-এ = তোমা-য় = তোমায় র্তাহ-এ = তাহা-য় == তাহায় লোক-এ = লোকে বাঘ-এ = বাঘে জল-এ = জলে নৌকা-এ == নেকা-য় = নৌকায় বিছানা-এ = বিছানা-য় = বিছানায় আম-ক = আম-ক-এ = আমাকে মো-ক = মো-ক-এ = মোকে র্তাহা-ক =র্তাহা-ক-এ = তাহাকে, তাকে অামা-র = আমার তোমা-র = তোমার তাহা-র = তাহার হরি-র = হরির লোক-এ-র = লোকের শু্যাম-এ-র = ত্যামের অামা-র-এ = আম-রে = আমারে (আমাকে ) তাহা-র-এ = তাহা-রে = তাহারে ( তাহাকে ) হরি-র-এ =হরি-রে = হরিরে (হরিকে ) --- = রাম-এরে = রামেরে (রামকে )