পাতা:রাসেলাস.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাসেলাস । > ல்ே তিরিক্ত নহে। ফলতঃ সেরূপ অমুরগি ও সেরূপ প্রণয়ের সহিত আশা ভয় অথৰ শোক আনন্দ কিছুরই সম্পর্ক नांझे ! ” ইমলাক কহিলেন “ ভত্রে! তুমি যে সহজে উtহার হাত ছাড়:ইয়া আসিয়াছ,এজন্য আপনাকে সৌভাগ্যশালী জ্ঞান কর। যে অন্তঃকরণ,ক্ষুধাৰ্ত্ত হইয়া জ্ঞানের অনুসন্ধান করে, সে যে, দুর্ভিক্ষের সময় পেকুয়ার কথোপকথনরূপ মহান্ডে:জ পরিত্যাগ করবে ইহা অতি অসম্ভব কথা ।” পেকুয়া উত্তর করিল “ কারামোচনের অঙ্গীকার করিয়াও তিনি যে, কালবিলম্ব করিয়াছিলেন তাহারগু কারণ এই । যখন যখন আমি কায়রোয় দূত পঠাইবার প্রস্তাব করতাম, তখনই কোন না কোন আপত্তি উথাপন করিয়! বিলম্ব করিতেন। যৎকালে আমি উহার বাটতে ছিলাম, তিনি মধ্যে মধ্যে পাশ্ববৰ্ত্তী গ্রাম বিলুণ্ঠন করিতে যাইতেন। যদি বিলুষ্ঠিত দ্রব্য তঁহার আকাঙ্ক্ষার অহরূপ হইত, তাহ হইলে বোধ হয়, আনাকে কখনই ছাড়িয়া দিতেন না। তিনি যখন বাটতে প্রত্যাগত হইতেন, সৰ্ব্বদা আমার নিকটে আসিয়া আপন ভ্রমণবৃত্তান্ত বর্ণন ও প্রিয় সম্ভাষণ দ্বারা অামার মনোরঞ্জন করিবার চেষ্টা পাইতেন। আমি তাহার মধ্যে যাহা কিছু স্থম্ম কথা ৰলিতাম, তাহ শুনিয়া অতিশয় হৃষ্ট হইতেন এবং আমাকে জ্যোতিৰ্ব্বিদ্যা শিখাইবার জন্য যত্ন করি