পাতা:রাসেলাস.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাসেলাস । 》》守 “ ভিনি তখন পৰ্য্যন্ত লোক পাঠাইতে বিলম্ব করিতে লাগিলেন। যদি আপনাদিগের দুত উrহার নিকট গিয়া না পহুছিক্ত, তাহ হইলে বোধ হয়, কখনই মুক্তি পাইতাম না । যে সুবর্ণমুদ্র তাহার যত্ন পূর্বক অনাইবার ইচ্ছা ছিল না, তাহ দিবীর অঙ্গীকার করিলে ভিনি গ্রহণ করিতে ও অসম্মত হইতে পরিলেন না । তিনি গমনের উদূযোগ করিতে গেলেন ; সে সময় বোধ হুইল যেন, তিনি কোন মানসিক যাতন হইতে নিস্তার পাইলেন । তথtয় আমি যে সকল সঙ্গিনী পাইয়াছিলাম তাহাদিগের নিকট বিদায় লইলাম ; ভtহার বিদায় দিবার সময় প্রণয়ের কোন চিকুই প্রকাশ করিল না । ” রাজকুমারী, প্রিয় সহচরীর আদ্যোপান্ত সমুদয় বৃত্তান্ত অবগত হইয়া গাত্রোথান করিয়া উপস্থাকে সক্ষেহে আলিঙ্গন করলেন। পেকুয়া আরবসেনাপতিকে পঞ্চাশৎ সুবর্ণমুদ্রা দিবীর অঙ্গীকার করিয়াছিল, কিন্তু রাসেলাস সন্তুষ্ট হইয় সেনাপতিকে ডাকাইয়! এক শত সুবর্ণমুদ্র প্রদান করিয়া বিদায় করিলেন । এক জ্যোতিৰ্ব্বি পণ্ডিতের উপাখ্যান । উtহার সেণ্ট আণ্টনির আশ্রম হইতে কায়রোয় প্রত্যাগমন করিলেন । তথায় সকলে একত্ৰ থাকিতেন, কেহ কাহাকে ছাড়িয়া অধিক দুয়ে যাইতেন