পাতা:রাসেলাস.djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R 3 8 রাসেলাস । উহ। গৰ্হিত ও অসম্ভাবিত বলিয়া বোধ হয় ! কিন্তু যত অভ্যাস হয়, তত উহার অ্যর দোষ দেখিতে পাওয়া যায় ম: ৷ ” এক বৃদ্ধের সহিত কথোপকথন । সন্ধ্যাকলি উৰ্ত্তীর্ণ হইল ; উপহারীও বাসস্থানে য ইবার নিমিত্ত গাত্রে থান করিলেন । নীলনদের তীর দিয়া হাইতেছিলেন, জলের অভ্যন্তরে চন্দ্রবিম্ব মন্দ মন্দ কম্পিত হইতেছে দেখিয় সহ মহিমাদিত হইলেন । দুর হইতে দেখিলেন এক বৃদ্ধ গমন করিতেছেন । বিজ্ঞ লোকের সন্তায় উপহার নাম রাজকুমার সর্বদাই শুনিতে পাইতেন। রাজকুমার কহিলেন “ ঐ দেখ, এক বৃদ্ধ গমন করিতেছেন ; বাদ্ধকা, র্যাহার ক্রোধাদি রিপ্লগণকে শাস্ত করিয়া রাখিয়াছে, কিন্তু বুদ্ধিবৃত্তি ও তুর্কশক্তিকে আচ্ছন্ন করতে পারে নাই। চল, অমর। ঐ বৃদ্ধের নিকটে যাই এবং বুদ্ধাবস্থা সুখের অবস্থা কি না, জিজ্ঞাসা করি । তাহা হইলে জানিতে পারিক, শেষ দশায় মুখের কোন প্রত্যাশ অাছে কি না। ’ ৱন্ধের সহিত সাক্ষাৎ হইল । রাজকুমায় তাহীকে আপনাদিগের সঙ্গে যাইতে অনুরোধ করিলেন এবং সহস উiহার সহিত সাক্ষাৎ হওয়াতে সকলে আনন্দ éकां★ कब्रिट्झ लांगिट्टणम ! ब्लक, मछुशेचफांद, ७