পাতা:রাসেলাস.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জনসনের জীবনচরিত ১৭০৯ খৃঃ অব্দের ১৮ই সেপ্টেম্বর ষ্টাফোর্ডসয়াবের অন্তর্গত লিচ্‌ফিল্ড গ্রামে জনসন জন্ম গ্রহণ করেন। ক্তমসনের পিতা পুস্তকবিক্রেতার ব্যবসা করিতেন। প্রথম অবস্থায় কিছু সঙ্গতিও করিয়াছিলেন, কিন্তু পাৰ্চমেটের ব্যবসায়ে এক বীরে নির্দ্ধন হইয়া যান। যাহা হউক, বুদ্ধি বিদ্যার জন্য সকলে তাহার সম্মান ও সমাদর করিত। জনসনের মাতাও বুদ্ধিমতী ছিলেন । জনসন, বাল্যাবধি শারীরিক ও মানসিক উভয়বিধ রোগে আক্রান্ত হন। শারীরিক রোগে উহার একটা চক্ষু এক রণরে অকৰ্ম্মণ্য হইয়া যায়। উiহার পিতার স্বাক্তাবিক্ষ যে উদ্বেগ ও চিন্তারোগ ছিল, তাহারও ভিনি উপ্তরাধিকারী হন। এইরূপ কিংবদন্ত্ৰী আছে যে, শারীরিক দুৰ্বলতাগুযুক্ত তিনি পঠদ্দশায় বিদ্যালয়ের জন্যান্য ছাত্রদিগের ম্যায় শ্রমসাধ্য ক্রীড়া কৌতুকে প্রবৃত্ত হইতে পারিতেন না। ওলিবরনামী এক বিধবার নিকট ওঁহার প্রথম শিক্ষা হয়। লিচুলিতে ঐ বিধবার এক शिालग्न हिण। उिनि गर्लन करिउम” जनजरबङ्गे भड বৃদ্ধিমান ছাত্র এই বিদ্যালয়ে কখন আইসে নাই : ,