পাতা:রাসেলাস.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ סי ] বাদ করেন । পোপ ঐ অম্বুবাদ দেখিয়া কহিয়াছিলেন "ইহার পর, কোন গ্রন্থ মূল ও কোন গ্রন্থ অস্থবাদ, এই আইয়. লোকদিগের পরস্পর মহা বিবাদ উপস্থিত হইবেক ।” 49 জনসন, এক্ষণে এমন দুরবস্থায় পতিত হইলেন যে, কলেজ পরিত্যাগ করিবার ইচ্ছা ন হইতেই এবং কা:লঞ্জ হইতে প্রশংসাসূচক কোন উপাধি না পাইতেই, উtহকে কলেজ পরিভ্যাগ করিতে হইল। ১৭২৯ খৃঃ মঞ্চের ১২ই ডিসেম্বর কালেজ ছাড়িয়া লিচ্‌ফিল্ড প্রত্যাগমন করিলেন। কলেজ ছাড়িয়া আসিলেও প্রায় দুই বৎসর পর্য্যস্ত কলেজের পুস্তকে তঁহার নাম থাকে। র্তাহার যে স্বাভাবিক রোগ ছিল, ১৭৩০ খৃঃ ৫.গু : হ’য় বৃদ্ধি হয় । তিনি লাটীন ভাষায় আপনার তথক সীম গুৰুলস্থা ও যাতন বর্ণন করিয়া ডাক্তর গিনুদিনের হস্তে সমর্পণ করেন। ঐ বর্ণন। এরূপ উৎকৃষ্ট হইয়াছিল যে, গিন্‌ফিন তাহ পাঠ করিয়া মুগ্ধ ও চমৎকৃত হন । লিচুফিলডে প্রত্যাগমনের দুই বৎসর পরে উহার পিতার মৃত্যু হয়। পিতার মৃত্যুর পর জনসন, নিতান্ত দুরবস্থাপন্ন হইয়। অগত্যা লিচেষ্টর্সয়ারের এক বিদ্যালয়ে এক সামান্য শিক্ষকের পদ গ্রহণ করেন। ঐ পদ কোন রূপেই উহার উপযুক্ত ছিল না। কিছু