এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
>Wの
সত্যকাম জাবাল মাতা জবালাকে বললেন, ‘ব্রহ্মচর্য গ্রহণ করব, কী গোত্র আমার ? তিনি বললেন, ‘জানি নে, তাজ্ঞ কী গোত্ৰ তুমি ।
যৌবনে বহুপরিচর্যাকালে তোমাকে পেয়েছি ;
তাই জানি নে তোমার গোত্র ।
জবালা আমার নাম, তোমার নাম সত্যকাম,
তাই বোলো তুমি সত্যকাম জাবাল।’
সত্যকাম বললে হারিক্রমত গৌতমকে,
‘ভগবন, আমাকে ব্রহ্মচর্যে উপনীত করুন।’ তিনি বললেন, "সৌম্য, কী গোত্ৰ তুমি ? সে বললে, “আমি তা জানি নে ।
মাকে জিজ্ঞাসা করেছি আমার গোত্র কী । তিনি বলেছেন— যৌবনে যখন বহুপরিচারিণী ছিলেম
তোমাকে পেয়েছি ।
আমার নাম জবালা, তোমার নাম সত্যকাম,
বোলো আমি সত্যকাম জাবাল |’
তিনি তখন বললেন, ‘এমন কথা অব্রাহ্মণ বলতে পারে না ।
সত্য থেকে নেমে যাও নি তুমি । সমিধ আহরণ করে সৌম্য, তোমাকে উপনীত করি।’
ミ>