এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
> মারিতে মারিতে কহিবে মিষ্ট,
মারিয়া কহিবে আরো । মাথাটা কাটিয়া কাদিয়া উঠিবে যতটা উচ্চে পারো ॥
२
সুখ বা হোক দুখ বা হোক, প্রিয় বা অপ্রিয়,
অপরাজিত হৃদয়ে সব
বরণ করিয়া নিয়ো ॥
পাঠা স্তর
সুখ হোক দুঃখ হোক,
প্রিয় হোক অথবা অপ্রিয়,
যা পাও অপরাজিত
হৃদয়ে বহন করি নিয়ো ॥
পাঠা স্তর
আসুক সুখ বা দুঃখ,
প্রিয় বা অপ্রিয়,
বিনা পরাজয়ে তারে
বরণ করিয়ো ॥
8 Y
রূপান্তর ।