পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミミ রামায়ণ ও ইলিয়াড। তির চিত্ৰপট তাহা দ্বারা অঙ্কিত। তাই বলি, তাহার পৃথক সত্ত্বা কল্পনা করিয়া আঁধারে লোষ্ট্র-নিক্ষেপ করিও না । দিব্য পারিজাত পাইয়াছ ; বৃন্ত না হয় নাই পাইলে । শিলার, শৈশবে “ওই আশ্চৰ্য্য বিদ্যুৎ কোথা হইতে আসিল” বলিয়া, তাহার আদি নির্ণয় করিতে,বৃক্ষারোহণ করিয়া,নভঃসীমান্ত দশন করিতেন ; আর আমরা, প্রতিভা কোথা হইতে আসিল নির্ণয় করিতে যাইয়া, প্রাচীন তালপত্র খুজি । উভয়ই বৃথা । তবু যদি তাহার আদি নির্ণয় করিতে যাও, তবে দেখিবে— স্বৰ্গ প্রস্ফুট ভ্রমর-গুঞ্জরিত পদ্মের আদি স্বৰ্গ --নিরাবলম্ব মুক্তা মালার স্থায় দৃশুমান বিদ্যদামের আদি স্বৰ্গ ; শঙ্করের জটাজুট ভ্রষ্ট গঙ্গাধারণর আদি স্বর্গ ; আর প্রতিভার আদি স্বর্গ। নিম্ন-শ্রেণীর কবিতে অহঙ্কার আছে ; তাহাদের সাধনাও অপেক্ষাকৃত অল্প । তাই ব্যাস ও বাল্মীকিকে যেরূপ তপঃসিদ্ধ, আত্মবিস্মৃত দশন করি, অন্ত অন্ত কবিকে তদ্রুপ দেখি না । “উমাপতিধর বাক-পল্লব-প্রিয়, কিন্তু ভাষার লালিত্য একমাত্র জয়দেবই জানেন ।”—স্বয়ং জয়দেব লিখিতেছেন ! “স্বরস্বতী অনুগত স্ত্রীর মতন আমার পশ্চাৎগামিনী।"--উত্তরচরিত— ভবভূতি । “আমার এই পুস্তকের মৰ্ম্মগ্রহণক্ষম লোক থাকিতে পারে, কিম্বা পরে জন্মিতে পারে ; কারণ, কাল নিরবধি ও পৃথ্বী বিপুল৷ |”—মালতীমাধব—ভবভূতি “I am the grand Nepolian in the region of rhyme.” <facto $ff মিণ্টন ও কাউপার আমি প্যারাডাইস লষ্ট বা আমি 'টাস্ক’ রচনা করিয়াছি বলিয়া, দৰ্প করিয়াছেন। ভিক্টার হিউগো ‘লা footoxoia' (21&co–“So long that misery exits in