পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ss রামায়ণ ও ইলিয়াড় । সত্যযুগের মনুষ্য কলিযুগের মানুষের সঙ্গে কথা কহিতেছে, ও ভ্রাতা বলিয়া আহবান করিতেছে।” কালিদাস, ভবভূতি, মাঘ, জয়দেব ভারতীয় সাহিত্যাকাশের উজ্জ্বল রত্ন। কিন্তু ইহঁাদের সঙ্গে তুলনা দিবার যোগ্য কবি যুরোপক্ষেত্রে বিরল নহে। ইংলণ্ডে সেক্ষপীয়র, মিণ্টন ; ফ্রান্সে মলিয়ার, ইয়জুন স্থ, ভিক্টর হিউগো, এলফায়ারি ; জাৰ্ম্মানিতে গেটে, শিলার, লেসিং ; ইটালিতে ভাজিল, ট্যাসো, ডাণ্টে ; গ্রীসে স্কাইলাস ও পিণ্ডার ;–ইহাদিগকে কবিত্বযশের এক চামচার অংশীদার করিতে, বিক্রমাদিত্যের নবরত্ন-গণও আপত্তি না করিতে পারেন। কিন্তু ব্যাস ও বাল্মীকি অতুল্য ; ইহারা ভারতবর্ষের উজ্জ্বলতম রত্ন—জগতে বুঝি তেমন আর নাই । অসংখ্য অসংখ্য নক্ষত্রবৃন্দ স্বৰ্গ-রাজ্যের ঘাটে-পথে, কিন্তু চন্দ্র-স্বৰ্য্য বহু নহে। হেলেনার অন্ধ কবি হোমারকে, কি মনটুয়াবাসী ভার্জিলকে, ব্যাস-বাল্মীকির এক সিংহাসনে বসাইতে যাহারা ইচ্ছুক—র্তাহদিগের জন্ত একবার রামায়ণকে ইলিয়াডের সঙ্গে তুলনা দিব । বৃদ্ধ ব্রাহ্মণকে বহু নিম্নে অবতরণ করিয়া ইনিডের কবির সঙ্গে যোগ্যতার পরীক্ষা দেওয়ার লাঞ্ছনা হইতে মাপ দেওয়া যাইতে পারে। কিন্তু অগত্যা হোমারের সঙ্গে তাহার পরীক্ষা দিতে হইবে। হোমার যুরোপীয় উন্নতির মূলে—অক্ষয় যশোমাল্যকণ্ঠে অন্ধ কবি যুরোপীয় উন্নতির মূলে । যুরোপের সমস্ত জাতি হোমারের নিকট দায়ী। যুরোপের সাহিত্যের ভিত্তি—ইলিয়াড ; ইলিস্নাড কবিত্বের শিকড়। ইলিয়াড হইতে ইনিড—যেরূপ"কাণ্ড হইতে শাখা ; ইনিড হইতে ডিভাইন কমেডিয়া—যেরূপ শাখা হইতে পুষ্প । বাল্মীকি হইতে, কালিদাস, ভবভূতি ; হোমার