পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেখা । ২৫ হইতে ভাৰ্জ্জিল, ডাণ্টে, সেক্ষপীয়র। যদি বল সেক্ষপীয়র, “Little of Latin and less of Greek" HÊ Hi, fÆR(of CĂTRfCRÃ নিকট দায়ী ? তাহার উত্তর, সেক্ষপীয়র ইংরেজ-জাতির নিকট দায়ী ; ইংরেজ-জাতি রোমের নিকট দায়ী ; রোম হোমারের নিকট দায়ী । পুষ্প শাখার নিকট দায়ী, শাখা কাণ্ডের নিকট, কাণ্ড শিকড়ের নিকট দারী। মূলে শিকড় --শিকড়ের রস পুষ্পে ; পুষ্প স্বীকার না করিলে, পুষ্প পাপিষ্ঠ ! হোমারের ইলিয়াড ২৪ অধ্যায়ে শেষ। এই ২৪ অধ্যায়ের আদি হইতে অন্ত, এক যুদ্ধের ইতিহাস । হোমারের লিখিত ইতিহাসে যুরোপের তদানীন্তন সভ্যতম জাতির ইতিহাস লিপিবদ্ধ । সে ইতিহাস জীবন্ত–শুধু বাহিরের বিবরণ-লেখকের ইতিহাস কে পড়িত ? হোমার কবি, প্রকৃতির যথাযথ বর্ণ অমর অক্ষরে বাধা পড়িয়াছে। অন্ধ কবির বীণাধবনিতে তিন ভুবন মুগ্ধ ; ইলিয়াড পকেটে করিয়া নেপোলিয়ান কৈশোরে শৈলশৃঙ্গে বিহার করিতেন, ও শ্রেষ্ঠ পদের স্বপ্ন দেখিতেন ; ভিক্টার হিউগো হোমার-স্তবে উন্মত্ত –হোমারের স্বষ্টি, ঈশ্বরের স্বষ্টি হইতে এক কাটি উচ্চে লিখিয়া ফেলিয়াছেন। তাই প্রথমে হোমারকে দেখিব,—তৎপরে বাল্মীকির সঙ্গে তুলনা করিব । অভিমানী একিলিস—ইলিয়াডের শ্রেষ্ঠ বীর, এগামামননের উপর ক্রুদ্ধ। এই ক্রোধ-ভিত্তির উপর ইলিয়াড স্থিত। একিলিস, ইলিয়াডের শ্রেষ্ঠ বীর। আর রামচন্দ্র রামায়ণের শ্রেষ্ঠ বীর। একিলিস, দেব-পুত্র, দেবানুগৃহীত । রামচন্দ্র, ভগবৎ-অংশ, নারীয়ণ-রূপী, দৈব-বলে বলী । কিন্তু একিলিসকে রামচন্দ্রের নিকট vo