পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७ রামায়ণ ও ইলিয়াড । দাড় করাইতে প্রবৃত্তি হয় না । কেন হয় না, দু’চারিটি কথাতেই পাঠক বুঝিতে পারিবেন। একিলিস গ্রীসের আদর্শ বীর ; আর রামচন্দ্র ভারতের আদর্শ বীর । একিলিস অর্থ, তাৎকালিক গ্রীসের-য়ুরোপের শ্রেষ্ঠ পুরুষ ; আর রামচন্দ্র, হিন্দুস্থানের শ্রেষ্ঠ পুরুষ। রামচন্দ্র, হিন্দুস্থানের কাঞ্চনজঙ্ঘা ; আর একিলিস আল্পের উচ্চতম শৈল-মাউণ্ট ব্ল্যাঙ্ক । তুলনা কি দিব ? রাম যুদ্ধ করিতেছেন—সীতা-কুসুমের জন্য। যে মত্ত বারণ দন্তে লগ্ন করিয়া তাহার পদ্মিনী উৎপাটন করিয়া লইয়াছে, সে মত্ত গজ রাবণের জন্য র্তাহার ব্রহ্মাস্ত্রের অঙ্কুশ । সতী সাধনী মহালক্ষ্মীর জন্য, সতী-সাধবীর স্বামী বিষ্ণু, যুদ্ধ করিতেছেন ; সাধুদিগকে পরিত্রাণ করিবার জন্ত, দুষ্কৃত বিনাশ করিবার জন্ত, যুদ্ধ করিতেছেন,—এই যুদ্ধই মহাকাব্যের উপযুক্ত বটে ! আর ইলিয়াডের ভিত্তি,—একিলিসের ক্রোধ। একিলিসের ক্ৰোধ কেন ? এগামেমনন, যুদ্ধ জয় করিয়া ক্রেসিস-নামী স্বনারীকে লইয়া মত্ত *, আর যুদ্ধ-লব্ধ ইন্দাবরেক্ষণা ব্ৰেসিসকে লইয়া একিলিস বীর সুখী। এগামেমনন, দৈবক্রোধে বাধ্য হইয়া, ক্রেসিসকে প্রত্যপণ করিলেন ; কিন্তু, ব্রেসিস-সুন্দরীকে . একিলিসের অন্ধ হইতে কাড়িয়া লইলেন। একিলিসের এই হেতু ক্রোধ ; আর এই ক্রোধই ইলিয়াডের ভিত্তি । এ অবস্থায় কি, নৈতিক তুলাদণ্ড হন্তে করিয়া, রামায়ণ আর ইলিয়াডের মূল্যনির্ণয় করিতে ইচ্ছা হয় ? - তার পর, যখন একিলিস ন হইলে গ্রীকযোদ্ধাগণ রসাতলে যায়; যখন ছেক্টার, এজাক্সের হস্তে-নিহত হইয়াও, দ্বৈবরলে ইলিয়ান্ড, ১ম অধ্যায়। * مبے: