পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭8 রামায়ণ ও ইলিয়াড। ইলিয়াডে কেবল ভয়ঙ্কর রসের উদ্রেক আছে ; যেখানে যুদ্ধোমুখ বীর প্রতিদ্বন্দ্বী শক্রকে আক্রমণ করিল, সেইখানেই হোমারের একটা উপমা আছে। অার, সেরূপ উপমাই ইলিয়াডে শত শত। কোথাও দুই ভীষণ গণ্ডারের বনস্পতি-দলনকারী ঘোর দ্বন্দ্ব, কোথাও ব্যাস্ত্ৰ-মহিষের প্রতিদ্বন্দ্বিতী, কোথাও বহু-বরাহশৃঙ্গে উৎখাত হইয়া গিরি-শিলা বিচূর্ণ হইতেছে,—এই উপমা । কোথাও মত্ত সিংহ মত্ত বারণকে ধরিয়াছে ; মত্ত ব্যাঘ্ৰ, মেষশাবকের হাড় ভাঙ্গিতেছে । এই উপমা যুদ্ধক্ষেত্রের উপযোগী-— ভয়াবহ । ইলিয়াড সমাপন করিয়া পাঠক দেখিবেন, যেন দারুণ পশুযুদ্ধে বন কম্পিত হইল, একিলিস পশু হেক্টরকে বধ করিল, সিংহ-বিক্রম কিন্তু নিৰ্ম্মম বীরগণ, হৃদয় লৌহের কপাটে বদ্ধ করিয়া, পাষাণে দয়া দলন করিয়া, এক লজ্জাকর প্রসঙ্গে যুদ্ধ করিল ! কোথায় রামায়ণের সেই ধারাহত পল্লবের গন্ধ— অৰ্দ্ধোদগত কদম্ব-পুষ্পের শোভা—জলদাগম-ফুল্ল ময়ূরের কেকাধ্বনি । রামায়ণেও বীররস আছে —যুদ্ধে বীরত্ব, কৰ্ম্মে বীরত্ব, ধৰ্ম্মে বীরত্ব, সহগুণে বীরত্ব, রামায়ণের মত কি ইলিয়াডে আছে ? কিন্তু রামায়ণের প্রকৃত শোভা ইলিয়াডে কোথায় ? রাজপুত্র পথের কাঙ্গাল—কৰ্ত্তবায়ুরোধে কোথায় ? জটাজুট আর সুবর্ণমুকুটে তুল্যজ্ঞান, ইলিয়াডে কোথায় ? ভ্রাতার বনবাস-ক্ষিণ পাদুকার উপরে ছত্রধর কনিষ্ঠ ভ্রাতার চির-হিরন্ময় দৃপ্ত ইলিয়াডে কোথায় ? অগ্নিতে যে সতীত্ব কষিত, সেইরূপ সতীত্ব ইলিয়াড়ে কোথায় ? ভ্রাতার প্রাণাপেক্ষা প্রজমুরাগ, লক্ষ্মণবর্জন, সীতা-নিৰ্ব্বাসন তুল্য কৰ্ত্তব্য-অনুষ্ঠান কি তন্ন তন্ন করিয়া ইলিয়াড়ে পাইরে ?