পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেখা । ○○ স্বদেশীয় শিবির মন্ত বারণ দ্বারা সপদ্ম বাপী নীরের দ্যায় সম্পীড়িত, অথচ বীরশ্রেষ্ঠ একিলিস এক জন বেশু্যার বিরহে অভিমানী হইয়া পাষাণবৎ কঠিন—স্বদেশের বিপদ দেখিয়াও সুখপালঙ্কে নিদ্রিত। পেট্রোক্লাসের স্নেহ, একিলিসের চরিত্রে, একমাত্র উজ্জলাংশ ; কিন্তু যে স্থলে স্নেহ স্বগীয়, সে স্তলে স্নেহ ধৰ্ম্ম-স্নেহ মনের স্ব প্রবৃত্তিরাশি জাগরূক করে । কিন্তু পেট্রোক্লাসের মৃত্যুতে একিলিস কি নিৰ্ম্মম পাষাণ হইয়া দাড়াইয়াছেন, একিলিসের পাঠক, তাহ জানেন ! হেক্টারের মৃতদেহ রথচক্রে নিবন্ধ করিয়া একিলিস যুদ্ধক্ষেত্রে বিহার করিতেছেন ; প্রায়াম, হিকুব সেই দৃশু দেখিয়া মূচ্ছিত । বৃদ্ধ প্রায়াম প্রাণের আশা ত্যাগ করিয়া হেক্টরের মৃতদেহ ভিক্ষা করিতে একিলিসের শিবিরে যাইয় তাহার পদে ধরিয়া প্রার্থনা করিলেন ; একিলিসও দৈবাদেশে বাধ্য হইয়া হেক্টরের মৃতদেহ দান করিলেন । কিন্তু প্রায়ামের প্রতি র্তাহার যে উক্তি, তাহী কথনই বীর-পুরুষের উচিত নহে। হেক্টারের পিতা ভুবনেশ্বর প্রায়াম তাহার পদানত ; কিন্তু গ্ৰীক-আইনে পদানত শক্রকে পদদলিত করিতে লিখে । শক্রর দেহ কবর হইতে উঠাইয়া ফাসি দিতে যুরোপবাসীই জানেন। রামায়ণে লঙ্কা-কাণ্ডের পূৰ্ব্বে মদের উল্লেখ নাই। লঙ্কা অস্থর-পুরী, অস্বরগণ সুর-সেবী, যুদ্ধ-কাণ্ডে তাই শর্করাসব, মধু, আধিকা, ফুলাসব, পুষ্পাসব প্রভৃতি অনেক মদের উল্লেখ আছে। কিন্তু ইলিয়াডে, ইলিয়াস—যিনি জ্ঞান-বীর, তাহাকেও প্রায় সকল অবস্থাতেই মদ খাইতে দেখা গিয়াছে—অষ্ঠ বীরবৃন্দের ও