পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেখা । 8 × পরিণত হইবে, কি গোরাপণ্টনের রক্ত-চক্ষু প্রেম-কটাক্ষের স্নিগ্ধতা ধারণ করিবে । তবে বঙ্গদেশে ফোট-উইলিয়াম শোভা পায় না। এ মুরজ-মন্দির-বীণা-যন্ত্রের দেশ-—এখানে কামান কেন ? সেদিন পর্য্যস্ত ও রাজবল্লভের পুষ্পোদ্যানে, বীণা-যন্ত্রে সুষুপ্তি অবস্থায় সংলগ্ন রমণীগণ, মহানদী-প্রকীর্ণ পোতাশ্রিত। নলিনীর দ্যায়, শোভা পাইতেছিল ; ওদিকে আলিবর্দী খণর দেীরত্ম্যে, মিরজাফরের কূটচক্রে, শিরাজের পাশবাচারে, বঙ্গের রাজনৈতিক জগৎ, শবদহে-ধূমিত আকাশের ন্যায়, পরিব্যাপ্ত হইতেছিল ;–তাহ দেখিতে কয় জন বঙ্গবীর দাড়াইয়াছিলেন ? বঙ্গদেশ পদ্মকুসুম-প্রস্থ–পদ্ম-কুসুমোপম সুন্দর কবিত্ব-প্রস্থ– পূজান্তে গঙ্গানিক্ষিপ্ত চন্দনান্দ্র জবাপুষ্পের ন্তায় ভক্তি-প্রস্থ— মুকুর-লজ্জাদায়ী স্থল্ম স্থতার গাথনি মসলিন প্রস্থ—শতবার স্বীকার । কিন্তু বঙ্গদেশ বীর প্রস্থ নছে । তাই আশ্চৰ্য্য বিধি-লিপি কাশ্মীরে জয়পালের যুদ্ধক্ষেত্র থাকিতে, প্রতাপের রাজপুতানার গিরি-সঙ্কট, শিবজীর লীলাক্ষেত্র ঘাট-পৰ্ব্বত্বের উপত্যক থাকিতে, দিল্লী, লক্ষ্মেণ, পাটলিপুত্র, গুজরাট থাকিতে, ফোর্ট-উইলিয়াম, রায় গুণাকরের প্রেম-গুঞ্জনে শব্দায়িত বঙ্গদেশে ! হে ইংরাজরাজ ! বঙ্গদেশের প্রতি এ ব্যঙ্গ কেন ? তোমরা কি ভারতক্ষেত্রের লেখন-সিদ্ধ-বাক্-বীরদিগকে এখনও চেন নাই ? কিন্তু বঙ্গদেশ—আমার প্রিয় জন্মভূমি ! রাজপুতগণের বীর্য্য, মহারাষ্ট্রগণের সাহস, বঙ্গদেশের ইতিহাসে দেখাইতে পারিব না। স্বদেশের জন্য যুদ্ধ করিতে করিতে . যাহারা স্বর্গে যান, তাহারা দিবচু্যত দেবতা, বাঙ্গালায় সেইরূপ দেবতা জন্মে নাই, তবুও হে বঙ্গদেশ, হে জন্মভূমি –তুমি আমার