পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেখা ! 83) চন্দ্রের বিলাস-উৎসব—এ সকলকেই আমরা আদিরসের অন্তর্গত মনে করি । - বঙ্গদেশে তবে নিৰ্ম্মল পদ্মকুসুম জন্মে, প্রতি সাধুপুষ্পিত উদ্যানে নব শেফালিকা যুগি জাতি করবী রজনীগন্ধ সুরভিবিতরণ করে, প্রতি গৃহে সেতারের মিষ্ট গুঞ্জন, বেহালার রাগ আলপন, আলাদের পূর্ণচন্দ্রনিভানন বড়ই নয়ন-রঞ্জন। এমন আর কোথাও নাই। তাই বঙ্গদেশে জন্মিয়া, বঙ্গদেশ পাইয়া, দীন লেখক গৰ্ব্বিত । ইংরেজ ! তুমি উদয়পুরের গিরিসঙ্কটের নিকট ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন কর, নতুবা ৰুষ আসিলে যদি একদিন ফোর্ট উইলিয়াম নট-নিকুঞ্জ হইয়া বসে ? আর পাইওনিয়ার বঙ্গবীরকে দাত-খামাটি দেখাইয়া নিজেকে ব্যঙ্গ কর কেন ? ংরেজ-রাজ ! তোমার দেশের বড় বড় জেসেমাইন, ফক্স-গ্লোভ, নাইট-সেড়, হগহেজ, আর বন-গোলাপের সপুষ্প চারা আনিয়া, ফোর্ট উইলিয়মের স্থানে রোপণ কর। দেখিও—কেমন বিকশিত হইবে । দেখ দেখি, ঐ যে নীল নীরদে বিদ্যুতের স্বর্ণ-রেখা— কবরীচ্যত কুসুমদামের ন্যায় পড়িল—কি সুন্দর! আমরা ঐ শোভা দেখিতে দেখিতে কত উপমা দিতেছি, কত পয়ার বাধিতেছি, কত বীণাধবনির সঙ্গে বেহাগ আলাপচারি করিতেছি ; তুমি বন্দুক কামান লইয়া এ স্থান হইতে সর। যদি একান্তই আসিতে চাও, তবে সপ্ত-তন্ত্রী বীণ কাধে করিয়া আসরে এস— তাকিস্থায় ঠেস দিয়া বসিতে দিব। কিন্তু এ সব শ্লেষ যাক্ ! বঙ্গদেশ হইতে বিধাতা একরূপ মনুজ-কুহুম দেখাইতেছেন, তাহার শোভা দেখিবার জিনিষ বটে। বঙ্গদেশ যদি স্বাধীন থাকিত, বাঙ্গালী যদি বীর হইত, বঙ্গদেশী