পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 বঙ্গে ভক্তি । য়ের যদি সঙ্গীতপ্রিয় না হইত, তবে বঙ্গদেশ এখন যে রত্ন গুলি পরিয়া এত শোভান্বিত— তাহার একটা ও থাকিত না । চৈতন্তদেব, বিদ্যাপতি, চণ্ডীদাস, মুকুন্দরাম, কৃত্তিবাস, জ্ঞানদাস, জয়দেব, কৃষ্ণকমল কেহই থাকিত না । প্রতিভাধারী লোক কে ? প্রতিভা ঈশ্বরদত্ত মহার্ঘ রত্ন, পরম সুগন্ধি-কুসুম, পরীকণ্ঠের সঙ্গীত, পৃথিবীতে অপার্থিব । প্রতিভাশূন্ত ধরিত্রী কেবলই মাটা। প্রতিভা—বসন্তের শিশির, পিকের কুহু, পদ্মের রক্তিমা, গোলাপের গন্ধ, বিদ্যুতের তেজ, হিমগিরির উচ্চ শৃঙ্গ ; আর মনুষ্য-জগতে —ইংরেজের সেক্সপীয়র, নিউটন, মিল, ফরাসীর আলফায়ারী, ভিক্টর হিউগে, নেপোলিয়ান, পাস্কেল, ইউজুন স্থ, জাৰ্ম্মাণির গেটে, সিলার, লেসিং, কাণ্ট, ইটালির ভাজ্জিল, ট্যাসো, ডাণ্টে, মাইকেল এঞ্জিলো, গ্রীসের এসকাইলাস, হোমার, পিণ্ডার, লিওনাডিস, ভারতের বাল্মীকি বেদব্যাস, কালিদাস, জয়দেব, মাঘ—কত শত । প্রকৃতির প্রতিভা—কহিমুর, পদ্মকুসুম, নিঝরঝঙ্কারে শুকতারা, পূর্ণচন্দ্র, বালভানু—যাহা অত্যাশ্চৰ্য্য সুন্দর বা অত্যাশ্চৰ্য্য তেজস্বী—যাহা একবার দেখিলে ভোলা যায় না, যাহা কিধিদত্ত, যাহা দেখিলে সৌন্দর্য্যের, মাধুর্য্যের, মহত্বের ধাধা চক্ষে পড়ে, তাহাই প্রতিভা । তবে প্রতিভা-কুসুম, বিধি যেখানে সেখানে যে ভাবে ইচ্ছা সে ভাবে প্রেরণ করেন না। প্রতিভা—সম্যক-বিকশিত জাতীয় জীবনের শেষ পুষ্প, প্রতি জাতির কোটী নিস্তব্ধ কণ্ঠের এক ভাষা ; প্রতিভা—জাতীয় সহস্র জীবনের সংক্ষিপ্ত ইতিহাস-- পুঞ্জীকৃত ভাবরাশির এক কেন্দ্র । প্রতিভা—জাতীয় জীবনের