পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেখা ! ዓ› নক্ষত্রের উজ্জল বিন্দু মিশিল, তবু ত শোভা ফুরাইল না ! একটা পুষ্প শুকাইলে, অলক্ষিত-করে কার অঙ্গুলি তৎস্থানে অন্ত একটা পুষ্প প্রস্ফুটত করিয়া রাখিয়া যায় ? আমি সেই চির শোভ মানকে দেখিতে চাই। বড় দুঃখ রহিল, ছায়। দেখিলাম, বিটপী দেখিলাম না ; গুণ দেখিলাম, গুণধরকে দেখিলাম না ; রূপ দেখিলাম, রূপবানকে দেখিলাম না। প্রকৃতি ! কবাট খোল, সে শ্ৰীৰূপ আর একবার দেখাও ! এই ভারতক্ষেত্রের যুধিষ্ঠির, রাম, চৈতন্য-পদাঙ্কধারী পবিত্র রজঃ অঙ্গে মাখিয়া, সেবক দণ্ডায়মান ; দ্বার খোল, শোভাময়ী, সারস-ক্রৌঞ্চ-নাদিত গঙ্গার তরঙ্গভঙ্গে যে প্রভুর সুস্বরের আভাস পাই, হিমালয়ের উচ্চতায় যে প্রভুর মহত্ব দেখি, শিশির-নিধি ও ক্ষুদ্র কুসুম-গন্ধে যাহার পবিত্র অঙ্গ-বাস অনুভব করি, সেই দিব্য-মাল্যধারী, দিব্য-গন্ধামুলেপিত-দেহ প্রভুর পদে, শিশির হইয়া অশ্রুবর্ষণ করিব, প্রস্ফুট কুসুমগুচ্ছ হইয়া শ্ৰীপদে অঞ্জলি হইব-প্রকৃতি, একবার দ্বার খোল ! র্তাহাকে কি নাম ধরিয়া ডাকিব ? যাহা সুন্দর, তাহাই তিনি ; তবে যাহা যাহা সুন্দর, তাহাই তাহার নাম জানিয়া ডাকি । তবে একবার ডাকি, হে প্রস্ফুট শতদল, হে উষার ললাট-সিন্মুর বালভানু, হে কুন্দগুল্মনীলাশোক ভ্রমরশালী নীলোৎপল, সান্ধ্যবাততরঙ্গ-চালিত বিকশিত নবদলমুন্দর কুমুদময় তড়াগ-নীর, হে হিমাদ্রি-শৃঙ্গোদ্ধে নীলজীমূত, হে এল্লাইন-গিরিশৃঙ্গে দ্ব্যিাম-গতেউদিত শশিলেখা, হে চন্দ্রিকা-স্নিগ্ধ রাত্রি, চন্দ্র-স্বৰ্য্য-নক্ষত্র-সমুচ্চয়, হে জননীর স্নেহ, যৌবনের প্রেম, বাৰ্দ্ধক্যের জ্ঞান, শিশুর নিৰ্ম্মল হাসি, এ সব প্রভো তোমারই নাম—তোমার কোট রূপ, তোমার কোটী নাম। এ গুলি কি তোমার নাম নয়, সে গুলি