পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিলাতী সভ্যতা । যে ইংরেজ জাতি সভ্য বলিয়া আজ অনেকের আদর্শ ;– হিমাদি হইতে কুমারিক অন্তরীপ পর্যান্ত যে জাতি আজ কতকগুলি হিন্দু স্থানবাণীর আদর্শ ; এই পতিত দেশের কোন কোন পতিত-ব্রাহ্মণ পৰ্য্যস্ত যে জাতিকে আদশ জ্ঞান করিয়া দেবপূজ। ভূলিলা তাঙ্গাদিগের অর্চনা করিতেছেন ;–সেই আদর্শ-জাতির আভ্যন্তরীণ অবস্ত একবার দেখিবার বিষয় বটে। ইংরেজ । তুমি স্বর্ণপ্রস্থ ভারতবর্ষের ভোক্তা, তুমি পতিত হিন্দুজাতির আদর্শ ! ! তোমার রূপ একবার চক্ষু ভরিয়া দেখিয়া লইব । যদি তুমি শুধু দেবমূৰ্ত্তি দেখাইয়া, চক্ষে ধাধা দিয়া থাক, তোমার অ স্তরের রূপ যদি জঘন্য কদাকার হয়, তবে সে পরিচয় ভাল করিয়া দেওয়া উচিত। কারণ প্রতারিত হইতে চায় কে ? তুমি চক্ষে অনেক ধাধা দিয়াছ ; বিদেশকে স্বদেশ করিতেছ রেল-ষ্টিমার-বন্ধনে। যাহা ন’ মাস ছ’ মাস দূরে ছিল, তাহ আজ বাড়ীর নিকট । আজ দিল্লী, লক্ষেী, বোম্বে, আজমীর, কাশ্মীর কোথায় থাকিত, আর বঙ্গদেশ কোথায় থাকিত ?—তোমার রেল-গাড়ীতে আজ দূরকে সম্মুখ করিয়াছ—যোজন-পরিসর ভূমিকে একপাদ তুল্য করিয়াছ। আর তোমার বৈদ্যুতিক টেলিগ্রাফ !—উনবিংশ শতাব্দীর অপূৰ্ব্ব স্বষ্টি !—ভারতবাসীর চক্ষে ধাধা পড়িয়াছে, চক্ষু ঝলসিয়া গিয়াছে ! চতুর্দিকে জ্যোতি, জ্যোস্তি—কেবলই জ্যোতি দেখাইতেছ, আমরা বিমুগ্ধ হইয়াছি। এই দেথ, বিস্ময়ে বিশ কোট ভারতবাসী আজ তোমার-পদে লুটাইয়া! ঐ দেখ, বিশ কোটা ভারতবাসী—তাহাজের দেবমনির