পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ8 বিলাতী সভ্যতা । ভাঙ্গিয়া তোমার জন্য মন্দির রচনা করিতেছে। তোমার অপুৰ্ব্ব শক্তি--ফরাসী-লেখক যাহা ব্যঙ্গস্থলে লিখিয়াছেন—তাহা সত্য । The Indian Empire of two hundred and forty millions of people ruled by princes covered with gold and precious stones, who black John Bull’s boots and are happy. - ইংরেজীটার ভাবার্থ এইরূপ — “মণিমুক্তময়ী, স্বর্ণপ্ৰসবিনী ভারতভূমির চব্বিশ কোট লোক দেশীয় রাজগণের সহিত, হে ইংরেজ ! হে বৃষ ! তোমার বুটজুতা বুরুষ করে এবং সুখে থাকে।” বৃষ —এই উনবিংশ শতাব্দীর জন্য হিন্দুস্থানের দেব ! একমেবাদ্বিতীয়ম্ ! তবে তোমার অন্তর টুকু ভাল করিয়া কষ্টি পাথরে কষিয়া, তার পর বন্ধুত্ব স্থাপন করিব । প্রথমতঃ,নীতি-বিষয়ে তোমার রূপ দেখিব । তুমি বন্ধুত্ব, প্রেম, ভক্তি, ভালবাসা, সতীত্ব –বাহ হিন্দুস্থানে চিরপূজ্য, তাহ তুমি কতদূর বুঝ – একবার দেখা উচিত। হিন্দুস্থানে বন্ধুত্ব বুঝাইতে—শ্ৰীদাম সুদাম ; প্রেমলীলা বুঝাইতে—চৈতন্ত ; ভক্তি বুঝাইতে–প্ৰহলাদ ; সতীত্ব বুঝাইতে-সাবিত্রী ; কৰ্ত্তব্য বুঝাইতে শ্রীরামচন্দ্র লীলা করিয়া গিয়াছেন,—সে লীলা-লহরী শুনিলে পাষাণ গলে,—তাহা ভারতের হিমাদ্রিশৃঙ্গে স্বর্ণীক্ষরে অঙ্কিত,— তাহা গৃহস্থের গৃহের প্রতি তরুতে অঙ্কিত,—তাহা ভারতের প্রতি সাধুপুষ্পিত উদ্যানে, লতাপংক্তি-বিরাজিত তোরণে, গৃহে, সরে, পণ্যশালায়—হিরন্ময় অক্ষরে অঙ্কিত। আর বাহির ছাড়িয়া যদি আস্তর দেখ,—তবে দেখিবে, ভারতবাসীর হৃদয় নিভৃতে স্বরঞ্জিত মানস দৃশুপটে সেইরূপ চিরাঙ্কিত ।