পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেখা । - ৭৯ জারজ। ইংরেজের লিখিত গ্রন্থে লগুনের হার খুজিয়া পাইলাম না। পাঠক ! ষ্টকহলম, পারিস প্রভৃতি রাজধানীর হার দেখিলেই লগুনের একটা হার মনে মনে কল্পনা করিতে পারিবেন । অষ্ট্ৰীয়াতে ( ১৩৩৪ খৃঃ ) ভিয়ানা নগরীতে ২২ জনের মধ্যে ১০ জন জারজ। সিরিয়াতে ৩ জনের মধ্যে এক জন, সিলিসিয়াতে ৭ জনের মধ্যে ১ জন। আর কত দেখাইব ! শুনিতে পাই, বিলাতে জারজ উপাধি বড় দোষের কারণ নহে। ব্রিটনের অারল-এর নিকট যখন উইলিয়ম-দি-কনকারার আদেশ পাঠান, তখন এই ভাবে লিখিতে আরম্ভ করেন,— “I William, Surnamed the Basterd"— - তাছার জারত্ব দারুণ যে কোনরূপ লজ্জিত ছিলেন, এই লেখায় তাহা বুঝা যায় না। ইংরাজ জাতির সতীত্বের আদর্শ কত দূর, তাহা নিম্নোদ্ধৃত পংক্তিগুলি পাঠে জানা যাইবে। এক জন ইংরজি লিখিতেছেন,— In the case of the Countess of Gloucester in the reign of Edward II, a child born one year and seven months after the death of the father was pronunced legitimate. Mr. Serjeant Rolfe, in the reign of Henry VI was of opinion that a widow might give birth to a child at the distance of seven years after her husband's decease, without wrong to her reputation. (Coke upon Littleton 123 P. note by Mr. Hargrave ; Rolle’s abridgment “Bastard” : and Le Marchant's preface to the case of the Banbury Peerage). ইহার সংক্ষেপার্থ এই –“এক জন সন্ত্রাস্তবংশীয় রমণীর