পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেখা । b-○ সহস্র গ্রন্থ পৃথিবীর প্রায় সমস্ত ভাষায় অনুবাদিত হইতেছে, তাহ কি তুমি জান না ? সভ্যতার শীর্ষস্থানে যে ভারতবর্ষের নাম, তাহা কি জান না ? কাহারা বৰ্ব্বর ছিল, কাহারা সভ্য ছিল, তাহা স্থি জান না ? ঋষির বংশধরদিগকে যে শাসন করিতেছ, তাহা কি জান না ? তবে ঐ উক্তি কর কেন ? এ সব দ্বেষ-মুলক। এ দ্বেষ শুভকর নহে। আর এ সব বলিতে ঘৃণা করি । সত্যং ব্রুয়াং প্রিয়ং ক্ৰয়াং ন ব্রুয়াং সত্যমপ্রিয়ং । অপ্রিয় সত্য বলিতে নাই। তবে কোন জাতিকে আমরা আদর্শ করিতে চাই ? আমরা কি এতই পতিত হইয়াছি ? চক্ষুষ্মান হইয়াছি ? চক্ষুম্মান হইয়া অন্ধ হইয়াছি ? রেল গাড়িতে চড়িয়া বুদ্ধিভ্রংশ হইয়াছে ! যে দেশের স্ত্রী স্বামীকে বলিতে জানে,— ন পিতা নাত্মজো নাস্থা ন মাতা ন সৰ্থীজন: | ইহ প্রেত্য চ নারীণাং পতিরেকে গতিঃ সদা ॥ যদি ত্বং প্রস্তিতে দুর্গং বনমদৈাব রাঘব । অগ্রতস্তে গমিষ্যামি মৃদুস্তী কুশকণ্টকান ॥ সেই দেশের স্ত্রী কি যুরোপে ঘাইয়া সুনীতি শিক্ষা করিবে ? রমাবাই, ভারতের কলঙ্ক! রুক্মাবাই ভারতের কলঙ্ক! যে তাহদের নাম লইয়া গৌরব করে, তাহাকে হিন্দুস্থানের ত্রিসীমা পার করাইয়া দেওয়া উচিত। মাতৃ-পিতৃ-ভ্রাতৃসম্বন্ধ বিলাতে কিরূপ, —তাহ আজ দেখাইব না,—প্রবন্ধ বড় দীর্ঘ হইল! হিন্দুস্থানের বক্ষে ইংরেজ পাদক্ষেপ করিয়া দাপটে চলিয়া যায়, শস্ত্যশ্রামলা জননী ভারতভূমি,স্বর্ণপ্রস্থ ভারতরাজ্য ইংরেজ-ভোগ্য ! হিমাত্রিশৃঙ্গে তোমার জয়-নিশান ভারত-মানচিত্রে তোমার রক্ত-রঞ্জিকা ! বৃষের হুহুঙ্কারে দিক্‌ স্তব্ধ! রেলে, ষ্টীমারে, জলস্থল, জাল-সুত্রের