পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুম । ఫిసి ফুপ বিতরণে বঁাচাইয়ে দেহ তারে ॥ অৰ্দ্ধ আয়ু দান যুব করিল যখন। প্রাণ পেয়ে চন্দ্ৰাননী উঠিল তখন । প্রভুর আত্মীয় মছি করিল গমন। আনন্দ সাগরে ভাসে রমণী রমণ ॥ মছির কৃপায় সেই নারী পেয়ে প্রাণ । স্থির নয়নেতে হেরে স্বকান্ত বয়ান । পতিমুখ পুনঃ পূন করিয়ে চম্বন । পরম তানন্দে দিল প্রেম অলিঙ্গন । রসবতী রস ভরে সহস্য বদনে । কহিতে নাগিল প্রাণ নাথের সদনে | কহ নাথ কি ৰূপেতে বাঁচালে আমারে । কত ক্লেশ পাইয়াছু থাকি গোর ধারে । মরিয়ে কে কোথা পুন পেয়েছে জীবন। কেমনে ঘটিল এই আশ্চর্ষ্য ঘটন। তোমার অধিনী অামি শুন প্রাণ পতি । পতি বিনা রমণীর নাহি অন্য গতি ॥ বহু দুঃখ হইয়াছে তামার কারণে । প্রিয়। বলি ক্ষমা কর এ অধীন জনে ॥ কহে কান্ত একে একে সব বিবরণ । শুনি চমকিত হল রমণীর মন ।