পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লরল মজনু । সভ্য করি বিধুমুখি কহন কারণ ॥ মৃদু স্বরে হস্য আসে কহে রসবতী। শয়ন করেছে কোলে দুন প্রাণ পতি । প্রাণাধিক প্রাণনাথ ভাল বাসে মোরে । দোহে বাপ আছি সুখময় প্রেম ডোরে !! নৃপতি নন্দন বলে শুন বিনোদিনি ! শুনাইলে কিবা মোরে অদ্ভুত কাহিনী, নয়ন রঞ্জিনী ভূমি অতি-মনেস্টের । কপেতে তোমার সম ন হয় অপূসর: 1, কিল; কহ অদি আদি মধুর বচন । জ্ঞান হয় হইতেছে পীযুষ বর্ষণ ॥ তব যোগ্য স্বামী এই নহে সুবদলি । কেমনে ইহার সহ পোহ ও রজনী ! পি রূপেতে তোমাদের হয় রতিক্রিয় । কিবা সুখ পুiও তুমি বদলু চুম্বিয়া । কি গুণে ইহাতে মন মজে রসবতি । প্রাণ সমৰ্পিয়ে কর প্রাণপ্রিয় পতি । করুণ করিয়ে যদি চল মম সহ । মমালয় থাকি সুখ পাবে অহরহ । রজরাণী হবে পাবে অগণন অৰ্দলী । সকলের উপরে করিবে ঠাকুরামী ।