পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:e R লয়লা মজুন । হৃদয়ে লখিব আমি করিয়ে যতন । অশেষ প্রকার দিব অমূল্য রতন । মাণিক ভূষণে সাজাইব তব অঙ্গ। তিলেক তোমার আমি না ছাড়িব সঙ্গ । অপূৰ্ব্ব পালঙ্কে দুই জন নিরন্তর। রস কেলি করি প্রিয়ে জুড়াব অন্তুর । শুনি রাম কোলে হুতে নিদ্রিত রমণ । ভুমে রাখি তার সহ করিল গমন । অতএব দেখ যাদু নারীর চরিত । ন}রীরে বিশ্বাস করা নহোত উচিত । অৰ্দ্ধ আয়ু দিয়ে যেবা দিল প্রাণ দান । তাহারে ত্যজিয়ে দুষ্ট করিল প্রস্থান ॥ কি অদ্ভুত নারী রীতি দেখ যাদুমণি । কত ছল। মায়। জানে অবলা রমণী ॥ মিছ কেন আপনারে বসুর জ্বালভিন । তোমারে লয়লা হইয়াছে বিস্মরণ । স্থপস্থত লয়ে হষে আছে সেই ধনী । তুমি কেন তার তরে লোটাও ধরণী ॥ ছতী মুখে হেন বাণী করিয়ে শ্রবণ । ধুলায় লোটায়ে য়ায় করেন ক্ৰন্দন ॥ অক্ষেপ অনল চিতে জ্বলিয়ে উঠিল ।