পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y:

& লয়লা মজুনু । কেহ কেহ কহে অতি শোককুল মন । শুন বন্ধুচয় মজহু ত্যজেছে জীবন ॥ জীবিত থাকিলে দেখা পাইতাম তার । সুরপুরে গেছে পরিহরি এ সংসার । হায় হায় কোথা গেল মজনু প্ৰাণধন। হইল ব্যাকুল চিত্ত,তাহার কারণ ॥ হায়রে নিষ্ঠর বিধি কি কাজ-করিলি । মজনু অমূল্য ধনে কেমনে হরিলি ॥ জনক জননী তার রহিবে কেমনে । ত্যজিবে পরাণ তার পশি হুতাশনে ॥ *ঐ ৰূপ বিলাপ সবে করিতে করিতে । তরুতলে মজনুরে পাইল দেখিতে ॥ বসিয়াছে মজনু মস্তকে দিয়ে কর । বিরস বদন অতি কৃশ কলেবর ॥ কত শত বনচর অত্যন্ত ভীষণ । মজনুরে ঘেরে অাছে প্রহরি যেমন ॥ র্দিল ভল্ল ক সিংহ বরাহ ভূজঙ্গ । .গণ্ডার মহিষ অাদি করে কত রঙ্ক || ভাবে সবে কেমনেতে যাব তার পাশ । এখনিতে জন্তুগণ করিবেক গ্ৰাস ॥ ভাবিয়ে চিন্তিয়ে কিছু না পায় উপায়।