পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>ペの লয়লা মজনু । দুবেতে থাকিয়ে সবে করে হায় হায় ॥ হন কালে পশুগণ গণিয়ে প্রমাদ । , স্থানান্তরে গেল সবে করি মহা নাদ । তাহা দেখি মজনুর যতেক স্বজন । ত্বরায় তাহার কাছে করে আগমন । শালে ধরি তার সহ করি সংমিলন । কহিতে লাগিল অতি মধুর বচন । কহ প্রিয় কেমনে আছ হে ঘোর বনে । বহুকাল সাক্ষাত নাহিক তব সনে । cকন বা সন্ন্যাসিবেশ করিলে ধারণ | fক ভাবে করিলে ভস্ম অঙ্গের ভূষণ । ধরিলে কেীপীন ডোর কিসের কারণ ! মলিন হয়েছে কেন ও বিধু বদন । তুমিতে ছিলে হে আগে বুদ্ধিমানু ধীর গিল হইলে প্রেমে ঢালিয়ে শরীর । ম:ত পিত। অাদি যত ত্যজিয়ে স্বজন । হয়েছ কাননবাসী নারীর কারণ । সোনার মাধুরী তব গেল কোথাকারে । এই দশ হল প্রাণ সঁপিয়ে তাহারে । লজ্জা ভয় ত্যজি কুলে জলাঞ্জলি দিয়ে পরিবারে দিলে দুঃখ উন্মাদ হইয়ে ৷