পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজনু । ১২১ হায় হায় হায়, কব জামি কায়, অসক্তি জ্বালায়, জ্বলিয়ে-মারি | প্রেয়সীর রূপ, অতি অপৰূপ, হীন আলু ৰূপ, জিনি অপ্সরী ॥ নাহেরে তাহায়, বুক ফটে যায়, তাহার আশায়, . এ প্রাণ অাছে । সেই মম ধ্যান, সেই মম জ্ঞান, মম, মনঃপ্রাণ, তাহার কাছে ॥ বিনা সেই ধন, যত ধন জন, সকল নিধনী, হক ভবনে । প্রেমাধীন তার, মনঃপ্রাণামার, নাহি বঁাচে অীর তার বিহনে ॥ কি সুখ নগবুে, কিবা সুখ ঘরে, পাইব অন্তরে, বিন সে ধনী । কিকাজ উদ্যানে,প্রেমাসুক্তি বাণে,জ্বর জ্বর প্রাণে করে এখনি ॥ প্রিয় প্রাণধন, ক রিলে স্মরণ, কোথায় গমন, করেগে ক্ষুধ । তৃষ্ণ দূরে ষান,করিলেগে পান, প্রিয় অভিধান তুলিত স্থধা ॥ মম বাক্য ধর, নিষেধ না কর, ফিরে যাও ঘর,