পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুনু । ধর ধর শব্দ করি পিছু পিছু ধায় । তাহাদের ফিরে মজনু নু করে দর্শন । যথ তথা করে প্রেয়দার অনৃেষণ । হেন কালে রসবর্তী লয়লা-যুবতী । পিত্রালয়ে অট্টালিকা পরে করে গতি । হেরিয়ে নয়নে,তবে প্রিয়ার মুরতি । প্রেমের মন্দির মজনু হরষিত অতি । হাত বাড়াইয়ে যেন পাইল গগণ । আন্তরিক দুঃখ ভার হল বিস্মরণ । দাড়ায়ে তখন কহে প্রেয়সীর প্রতি । । ভিকারির তত্ত্ব প্রিয়ে লওহে সংপ্রতি ৷ নাথের ধ্বনিতে ধনী চিনিল তখন । দ্রুত গতি ধায় তবে করিতে দর্শন | কন্তেরে হেরিতে খুলি গবাক্ষের দ্বার। কহে নাথ এস এই অট্টালিক ধার ॥ মনে মনে ৰূপবতী করেন ভাবন । মোর লাগি নাথ এত পেলেন যাতন ॥ আমার আসক্তি হেতু ত্যজিয়ে স্বজন। সন্ন্যাসির বেশ শেষ করেন ধারণ । মোর লাগি হল প্রাণনাথের দুৰ্গতি । এই কি কপালে লিখেছেন প্রজাপতি ।